জুলি দাস
করিমগঞ্জ , ১২ জানুয়ারি: জাতীয় যুবদিবস উদযাপন উপলক্ষে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন থেকে এক বিশাল বর্ণাঢ্য শুভযাত্রা সীমান্ত শহর করিমগঞ্জের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে মিশনে এসে সমাপ্ত হয়।
শুভযাত্রার সূচনা করেন রামকৃষ্ণ মিশনের প্রধান অধ্যক্ষ স্বামী প্রবাসানন্দজি মহারাজ।
শুভযাত্রায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। এ উপলক্ষে জাতীয় যুব দিবসকে সামনে রেখে যুবকদের মানব সেবায় এগিয়ে আসার আহ্বান জানান স্বামী প্রবাসানন্দজি মহারাজ।
তিনি বলেন, যুব সমাজকে সঠিক পথ দেখাতে পারে একমাত্র বিবেকানন্দের চিন্তাধারা, তাই বিবেকানন্দের বাণী ছড়িয়ে দিতে এবং তাঁর আদর্শ অনুসরণ করে চলতে হবে।
অনেক আগে বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুর বলেছিলেন ভারতকে জানতে হলে আগে বিবেকানন্দকে জানতে হবে।
তাই যুব সমাজকে বা আগামী প্রজন্মের কাছে বিবেকানন্দের মানুষের মধ্যে সমন্বয় গড়ে তোলা এবং বিবেকানন্দের ভাব ধারা ঘরে ঘরে পৌছে দেওয়া আহ্বান জানান।
শুভ যাত্রায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ শহরের বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। বিবেকানন্দ বিএড কলেজ, করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতন, রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়, ড০ প্রমোদ রঞ্জন চৌধুরী শিশু নিকেতন, সরকারি উচ্চ মাধ্যমিক স্কুল, নীলমণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কর্নমধু সরস্বতী বিদ্যা নিকেতন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে।