গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর : জল সংরক্ষণ এবং আনুষঙ্গিক বিষয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে রাজ্যে আড়াই লক্ষ জলদূত নিয়োগ করবে রাজ্য সরকার।
জল জীবন মিশনের সঞ্চালক কৈলাশ কার্তিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নবম ও দশম শ্রেণির ১০ জন ছাত্র-ছাত্রীকে মিশনের প্রত্যেক প্রকল্পের জন্য জলদূত নিয়োগ করা হবে।
তিনি জানান, বাছাই করা ছাত্র-ছাত্রীদের জন্য জল অনাময় এবং স্বাস্থ্য সম্পর্কে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে।
ছাত্র-ছাত্রীরদের পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ করার বিষয়ে জ্ঞান আহরণ করার জন্য প্রকল্প পরিদর্শনে সরেজমিনে পাঠানো হবে।
এছাড়াও তাদের জলের গুণগত মান পরীক্ষা করে দেখার জন্য যন্ত্রপাতি প্রদান করা হবে।
কার্তিক আরও জানান, এই জলদূতেরা সমাজের বিভিন্ন স্তরের লোকেদের সঙ্গে জলবায়ু পরিবর্তন এবং জল সংরক্ষণের বিষয় নিয়ে মত বিনিময় করে প্রাপ্ত মতামত লিপিবদ্ধ করবে।