রূপক নাথ, কাটিগড়া, ২৪ সেপ্টেম্বর : ভারতীয় জনতা পার্টির কাঠিগড়া মণ্ডল মহিলা মোর্চার দ্বিতীয় কার্যকারিনী সভা আজ শনিবার কাটিগড়া চৌরঙ্গীর ভারতীয় জনতা পার্টির মন্ডল অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত ভাষণ রাখেন মহিলা মোর্চার কাটিগড়া মণ্ডল সভানেত্রী বাবলি নাথ, মহিলাদের বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা পরিষদ সদস্য অসীম দত্ত।
জেলা সভানেত্রী মিত্রা রায় বলেন মহিলারা মনোযোগের সঙ্গে বিগত দিন থেকে ভারতীয় জনতা পার্টির কাজ করে যাচ্ছেন এবং দল যে সিদ্ধান্তই নিয়ে থাকে সেই অনুযায়ী দলের কাজ করেন।
ভারতীয় জনতা পার্টির মহিলারা একনিষ্ঠ মনে দলের কাজ করতে ব্যস্ত থাকেন। অন্যের কথায় মহিলারা মত পাল্টায় না অথবা কোন লোভে তাদেরকে মত পরিবর্তন করতে দেখা যায় না অতএব মহিলারা যা চাইবে তা করতে পারবে বলে মত প্রকাশ করেন।
এছাড়া মন্ডল কমিটি প্রত্যেক সদস্যকে বলা হয়েছে মাসে মাসে এক এক জিপিতে একেক জনের ঘরে গিয়ে সংগঠন নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করতে হবে।
মহিলারা মানুষের ঘরের ভিতরে গিয়ে কাজ করতে পারে। পাপলি কর্মকারও বক্তব্য রাখেন, তিনি বলেন কাঠিগড়ার ১৯টা মন্ডলের মধ্যে কাটিগড়া মন্ডল মহিলা মোর্চ সর্বশ্রেষ্ঠ।
পাপলি বলেন, যেখানে মাতৃ শক্তি আছে সেখান সুদৃঢ় থাকে।
লিপিকা রায় সংগঠনকে কিভাবে শক্তিশালী করতে হয় এ বিষয়ে বক্তব্য রাখেন।
রুমা দে সংগঠনটিকে আরও শক্তিশালী করার ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সভার শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন সভানেত্রী বাবলী নাথ।