করিমগঞ্জ পুলিশ সুপারের মহানুভবতা

Spread the love

ফুটপাত থেকে অসুস্থ প্রতিবন্ধী যুবককে তুলে এসকর্ট দিয়ে পাঠালেন হাসপাতালে     

জুলি দাস

করিমগঞ্জ, ১৯ মার্চ : মারাত্মক অসুস্থ হয়ে ফুটপাতে পড়ে থাকা এক প্রতিবন্ধী যুবককে নিজের গাড়ি দিয়ে সিভিল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে মহানুভবতার পরিচয় দিলেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস।

শুধু তাই নয়, হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবকের লাগাতার খোঁজখবর নিচ্ছেন তিনি। পুলিশ সুপারের এই মহানুভবতায় তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন উপস্থিত জনগণ।

ঘটনাটি শনিবার বিকেলের।

   করিমগঞ্জ টাউন ইদগাহের সামনে থাকা জাতীয় সড়কের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে প্রতিবন্ধী এক যুবক।

দীর্ঘ সময় থেকে সড়কে পড়ে রয়েছিল যুবকটি। বিষয়টি হঠাৎ দৃষ্টিগোচর হয় পথচারী কয়েকজনের।

তারা ধরাধরি করে ওই যুবকটিকে পাশের ফুটপাতে তুলে রাখেন। প্রাথমিক শুশ্রূষায় লাগেন কয়েকজন। মুহূর্তে ভিড় জমে যায়।

যুবকটির অবস্থা সংকটজনক থাকায় উপস্থিত জনগণের পক্ষে কোনো একজন ১০৮ মৃত্যুঞ্জয় পরিষেবা এবং পুলিশকে খবর দেন।

কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও মৃত্যুঞ্জয় এবং পুলিশ কেউই ঘটনাস্থলে উপস্থিত হননি। যুবকটির অবস্থা ততক্ষণে আরো অবনতি হয়।

   এদিকে, ঠিক ওই সময় উজানডিহি থেকে আসছিলেন পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় ভিড় দেখে গাড়ি থেকে নেমে পড়েন পুলিশ সুপার।

পাশে এসে কী হয়েছে জানতে চান উপস্থিত জনগণের কাছে, তখন প্রত্যক্ষদর্শীরা তাঁকে বিস্তারিত জানান।

পুলিশকে জানানো সত্ত্বেও কেউ আসেননি বলে এক প্রত্যক্ষদর্শী তাঁকে জানান। তখন পুলিশ সুপার সঙ্গে সঙ্গে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা যুবকটিকে হাসপাতালে প্রেরণ করার উদ্যোগ নেন।

ব্যবহারের জন্য নিজের গাড়িও ছেড়ে দেন তিনি। কিন্তু প্রতিবন্ধী অসুস্থ যুবকটিকে গাড়িতে তোলা সম্ভব না হওয়ায় একটি ই-রিক্সায় তোলা হয়।

রাস্তায় যানজটের কবলে যাতে পড়তে না হয় ওই ই-রিক্সা, সেজন্য পুলিশ সুপারের এসকর্ট গাড়ি ই-রিক্সার সামনে সাইরেন বাজিয়ে যায়।

পিছনে মোটর বাইক নিয়ে যান পুলিশ সুপারের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মী।

অন্যদিকে, ঘটনাস্থল থেকে সদর থানার ওসিকে ফোন করে সিভিল হাসপাতালে গিয়ে বিষয়টি তদারকি করে প্রতিবন্ধী ওই যুবকের চিকিৎসায় যাতে কোন গাফিলতি করা না হয়, এ বিষয়ে খেয়াল রাখার নির্দেশ দেন।

পুলিশ সুপারের নির্দেশে পড়ে হাসপাতালে ছুটে যান সদর থানার ওসি। হাসপাতাল থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, প্রতিবন্ধী যুবকের চিকিৎসা চলছে। আগের তুলনায় বর্তমানে সে অনেকটা সুস্থ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token