নতুন দিল্লী, ২৫ সেপ্টেম্বর : কলকাতার মোবাইল গেমিং ব্যবসায়ী আমির খানকে অবশেষে উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গত ১০ সেপ্টেম্বর তাকে ধরতে কলকাতার বাসায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কিন্তু আগেই বাসা থেকে পালিয়ে আত্মগোপন করেছিল সে, ওই দিনই আমির খানের বাসা ও অফিসে তল্লাশি তালিয়ে ১৭ কোটি ৩২ লাখ টাকা উদ্ধার করে ইডি।
গত জুন মাসে আমির খানের বিরুদ্ধে কলকাতার পার্ক স্ট্রিট থানায় ই-নাগেটস নামের একটি মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগ নতিভুক্ত করা হয়।
সেই মামলা তদন্তের দায়িত্ব ইডিকে দেওয়া হলে মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য প্রকাশ্যে আসে।
এরপর ১০ সেপ্টেম্বর আমির খানের গার্ডেন রিচের বাসভবনে ইডির অভিযানে দোতলার একটি ঘরে খাটের নিচে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়।
পরে আমির খানের নিউ টাউনের অফিসে তল্লাশি চালানো হয়, কিন্তু সেখান থেকেও প্রচুর টাকা উদ্ধার করা হয়।
বিপুল পরিমাণের এই টাকা গুনতে ভারতের স্টেট ব্যাংক থেকে ৮টি টাকা গণনার যন্ত্র এনে টাকা গোনা হয় এবং ওই দিন তল্লাশি শুরু হলে আমির খান ও তার বাবা নিসার আহমেদ খান পালিয়ে যান। পরে লালবাজারের সাইবার ক্রাইম শাখা ও কলকাতা পুলিশ আমির খানের মুঠোফোন ট্র্যাক করে উত্তর প্রদেশ থেকে তাকে গ্রেফতার করে।