যুদ্ধকালীন তৎপরতায় চাল বিতরণের নির্দেশনা
মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : তিন দিনের মাথায় তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়ে সংস্থার কর্মকর্তারা সুলভ মূল্যের ব্যবসায়ীদের যুদ্ধকালীন তৎপরতায় চাউল বিতরণের নির্দেশনা দিয়েছেন।
একই সঙ্গে এই আন্দোলনে সহযোগিতার জন্য রাজ্যিক কমিটির পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
মার্গেরিটার সুলভ মূল্যের এক দোকানি অনিতা দাস মহন্ত সংবাদিকদের জানান, এই আন্দোলনে সব জেলা থেকেই অভূতপূৰ্ব সহযোগিতা পাওয়া গেছে।
অনিতা আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, সদৌ অসম সুলভ মূল্য দোকানিরা অনেক কষ্ঠে তাদের পরিবার প্রতিপালন করছে।
তাই সরকার সুলভ মূল্যের দোকানিদের অন্ততপক্ষে সঠিক কমিশ্ন বা মাসিক নিৰ্ধারণ করে দিলে নিজেদের পরিবারকে আৰ্থিকভাৱে সুরক্ষিত রাখতে পারবে।
তিনি এই আন্দোলনে যে সকল দোকানি যোগদান না করে চাউল বিতরণ করেছেন তাদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনে তারাও যেন নিজেদের অধিকার আদায়ে সহযোগিতা করেন।
অন্যতায় আমাদেরকে ১৮০ টাকা কমিশন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।