১২ ঘণ্টার সময় দিয়ে জঙ্গি প্ৰতিবাদী আন্দলনের হুমকি আদিবাসী বিভিন্ন সংগঠনের
মিটুন বরুয়া, মার্গেরিটা : আদিবাসী যুবকের মরণ কাতর আর্তনাদ লিডুর বিজয়া দশমীর নাচ-গানের আনন্দময় পরিবেশকে ম্নান করে দিয়েছে।
জানাগেছে, বিজয়া দশমীতে যাওয়ার জন্য বের হয়েছিল, লিডুর বাপ্পা রেস্টুরেন্টের মালিক রাজু গোয়ালা।
তিনি বিসর্জনে যাওয়ার সময় নিজের বাহন রেখে দোকানে জলের বোতল আনতে যাওয়ার সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুষ্কৃতকারীরা ক্রিকেট ব্যাট এবং ধারালো অস্ত্রদিয়ে আঘাত করে।
দুই পক্ষের সংঘর্ষের সময় দুষ্কৃতকারীরা একটি গাড়িও ভাংচুর করে।
রহস্যজনক এই মারপিটের ঘটনার মুল খল নায়কের ভুমিকায় রয়েছে দুই দুষ্কৃতকারী- সমেশ তালুকদার এবং গনেশ তালুকদার।
এব্যাপারে মার্গেরিটা থানায় একটি মামলা নতিভুক্ত করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে লিডু।
এদিকে ঘটনার খবর পেয়ে অসম চা জনজাতি ছাত্ৰ সংস্থা এবং সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সংস্থা তীব্র ক্ষোভ প্রকাশ করে দুষিদের কোঠর সাস্থির দাবী জানিয়েছে।
সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সংস্থার তিনসুকীয়া জিলা সমিতি এবং মাৰ্ঘেরিটা আঞ্চলিক সমিতিও দুই তালুকদার দুষ্কৃতকারীকে কোঠর সাস্থি না দিলে জঙ্গি প্ৰতিবাদী আন্দলনের হুমকি দিয়েছে।