শিলং, ২২ ফেব্রুয়ারি : মেঘালয় বিধানসভার অধ্যক্ষ মেটবাহ লিংডোর গত পাঁচ বছরে সম্পদ ৬৮ শতাংশ বেড়ে ১৪৬.৩১ কোটি টাকা হয়েছে৷
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এবং মেঘালয় ইলেকশন ওয়াচ প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে মেটবাহ লিংডোহ মেঘালয়ের সবচেয়ে ধনী প্রার্থী, যিনি রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইউডিপি প্রধান মেটবাহ লিংডোহ ২০১৮ সালের মেঘালয় বিধানসভা নির্বাচনে ৮৭.২৬ কোটি টাকার সম্পদ ঘোষণা করেছিলেন।
কিন্তু মাত্র পাঁচ বছরে, তার সম্পদ ৬৮ শতাংশ বেড়ে ১৪৬.৩১ কোটি টাকা হয়েছে৷
তাছাড়া মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সম্পদের পরিমাণও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ২০১৮ সালে ৫.৩৩ কোটি টাকার সম্পদ থাকার কথা হলফ নামায় জানিয়েছিলেন, কিন্তু পাঁচ বছর পর এই সম্পত্তি বৃদ্ধি পেয়ে হয়েছে ১৪.০৬ কোটি টাকা। যা ১৬৪ শতাংশ বৃদ্ধি।
মেঘালয়ের নগর বিষয়ক মন্ত্রী স্নিয়াভলাং-এর সম্পদের পরিমাণ গত পাঁচ বছরে ৬০৭ শতাংশ বেড়েছে।
মেঘালয়ের বিদ্যুৎ মন্ত্রী জেমস সাংমা, যিনি দাডেংগ্রে আসন থেকে পুনঃনির্বাচন চাইছেন, ২০১৮ সালে হলফ নামায় তার ৭ কোটি টাকা দেখিয়েছিলেন।
কিন্তু পাঁচ বছরে ৫৬৮ শতাংশ বেড়ে ৫৩ কোটি টাকা হয়েছে।
মেঘালয়ের বিরোধী দলের নেতা মুকুল সাংমাও সম্পদ বৃদ্ধি থেকে পিছিয়ে নেই। তিনি ২০১৮ সালের বিধানসভা নিরবাচনে তার স্ত্রী ডিডি শিরার সম্পদও ১৩.৫৯ কোটি দেখান, কিন্তু ২০২৩ সালে ১০৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৮.২১ কোটি টাকায় হয়েছে।