সমগ্ৰ রাজ্যের সঙ্গে যথাযথ মর্যাদায় শিলচরে পালন হল সুধাকণ্ঠের মৃত্যু দিবস

Spread the love

উধারবন্দ প্রতিনিধি : সমগ্ৰ রাজ্যের সঙ্গে রবিবার শিলচরেও দিনব্যাপী বিভিন্ন কাৰ্যসূচীর মধ্যদিয়ে সুধাকণ্ঠ ড০ ভূপেন হাজরিকার দ্বাদশতম মৃত্যু দিবস পালন করা হয়।

অসম সাহিত্য সভার শিলচর শাখার উদ্যোগে সাহিত্য সভার কাৰ্যলয়ে পালন করা হয় সুধাকন্ঠ  ভুপেন হাজারিকার মৃত্যু বাৰ্ষিকী উৎযাপন দিবস।

এদিন সুধাকন্ঠ ড০ ভূপেন হাজরিকার প্ৰতিচ্ছবিতে মাল্যদান এবং প্রদীপ প্ৰজ্বলনের মাধ্যমে শুভারম্ভ করা হয় এই কাৰ্যসূচী।

ছুট ছুট শিশুদের মধ্যে বিভিন্ন খেলাধুলা এবং ভূপেন্দ্ৰ সংগীত প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা ভূপেন্দ্ৰ সংগীত, আবৃত্তি, নৃত্য গীত ইত্যাদি পরিবেশন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ পি চি শৰ্মা, সাংস্কৃতিক কর্মী সোনালী চৌধুরি, সাহিত্য সভা শিলচর শাখার সভাপতি ডাঃ যগেশ্বর বৰ্মন, মনমোহন কটকী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তবর্গ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token