শিলচর, ২৫ সেপ্টেম্বর : প্রতিবছরের মত এবার মহালয়ার সকাল ছিল শিলচর শহরের গোটা সদরঘাট লোকে লোকারন্য। প্রবল বৃষ্টি উপেক্ষা করে দেবীর শুভাগমের বার্তায় কারও মন যেন ঘরে ঠেকেনি।
হাজার হাজার মানুষ এসে ভিড় জমান সদরঘাট সেতুর উপরে। এই সময়ে দেবীর ভক্তদের সেবা করার সুযোগ হাতছাড়া করতে চায়নি বাঙ্গালি নবনির্মাণ সেনা।
সেচ্ছাসেবি সেনার কর্মকর্তারাও বৃষ্টি উপেক্ষা করে মহালয়ার এই পুন্য মুহূর্তে বিশুদ্ধ পানিয় জল এবং চকোলেট বিতরন করতে দেখা যায়।
দেবদূত পয়েন্ট এবং সদরঘাট বিবেকানন্দ পয়েন্টে তারা জল এবং চকলেট বিতরন করেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রীতম দেব এ প্রতিবেদকে জানান, আজ এই মহালয়া উপলক্ষে তাদের সংগঠনের পক্ষ থেকে শিলচর সহ বিভিন্ন স্থানে প্রভাতের দেবীর শুভাগমনের বার্তাবাহকদের মধ্যে জল এবং চকলেট বিতরন করা হয়েছে।
আজ শিলচরে এই জল এবং চকলেট বিতরণের মুখ্য দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজদীপ ভট্টাচার্য ও রাজু দাস।
তাদের তদারকিতে দেবদূত পয়েন্ট ও বিবেকানন্দ পয়েন্টে দর্শনার্থীদের হাতে পানিয় জল ও চকলেট বিতরন করেন সেনার কর্মকর্তা পিনাক দত্ত, আশিস দাস, মান্না দে, রাজন দত্ত, সান্দিপ রায়, অসীম চক্রবর্তী এবং মধুমাত্তম দাস কানুংগ।