আগরতলা, ৭ সেপ্টেম্বর, বুধবার : ত্রিপুরার এক ই-রিকশা চালকের লাশ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে হস্তান্তর করলো বাংলাদেশ।
বিএসএফ সৈন্যরা বাংলাদেশের বর্ডার গার্ডের কাছ থেকে মৃতদেহটি সমজে নেয়। সেই সময় খোয়াই থানার পুলিশও উপস্থিত ছিল।
নদীতে ভাসতে দেখে লাশটি উদ্ধার করে বাংলাদেশের বর্ডার গার্ডরা। ৭২ ঘণ্টার মধ্যে বিএসএফ কর্মকর্তারা লাশটি পুলিশের উপস্থিতিতে শোকাহত পরিবারের কাছে হস্তান্তর করেন।
বাংলাদেশের পক্ষ থেকে হবিগঞ্জ থানা ও চুনারুঘাট থানার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
দ্বিজরাজ ঘোষ নামে এক যুবক গত ১ সেপ্টেম্বর খোয়াই শহর থেকে নিখোঁজ হন, এব্যাপারে স্থানীয় থানায় একটি নিখোঁজ অভিযোগও দায়ের করা হয়।
সুভাষপার্ক এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা তার ই-রিকশাও পুলিশ উদ্ধার করে।
উল্লেখ্য যে, ৪ সেপ্টেম্বর বাংলাদেশের বর্ডার গার্ডের কাছ থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধারের খবর আসে। কিন্তু পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বিএসএফ সবাই তার পরিচয় যাচাই করতে ব্যর্থ হয়েছে। তবে বাংলাদেশ কর্তৃপক্ষ মৃতদেহের শার্টের পকেট থেকে তার ড্রাইভিং লাইসেন্স উদ্ধারের পর তার পরিচয় পাওয়া যায়।