শিলচর, ২৪ ফেব্রুয়ারি : শিলচর-গুয়াহাটি ও শিলচর-কলকাতা বিমান বাতিল করলেও এবার শিলচর-মুম্বই রুটে বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিগো।
২ মার্চ থেকে সপ্তাহে তিনদিন কলকাতা হয়ে বিমানটি চলাচল করবে।
ইন্ডিগো বিমান সংস্থার কর্তা বিনয় মালহোত্রা জানিয়েছেন, ঘরোয়া উড়ান বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে কলকাতা হয়ে মুম্বাই-শিলচর এবং দিল্লি-ইটানগর বিমান চালানো হবে।
যাত্রী চাহিদার সঙ্গে সঙ্গতি রেখেই রুট বাছাই করা হয়েছে। এতে যাত্রীদের যেমন চাহিদা মিটবে,পাশাপাশি ঘরোয়া উড়ানের সংখ্যাও বৃদ্ধি পাবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মুম্বাই- শিলচর উড়ানের ফলে গ্রীষ্মকালীন যাত্রা নয়া মাত্রা লাভ করবে।
দিল্লি- ইটানগর বিমানও যে পর্যটনের বিকাশে গুরুত্ব রাখে তাও বিবৃতিতে বলা হয়েছে।
কলকাতা হয়ে মুম্বাই-শিলচর-মুম্বাই বিমানের সূচি অনুযায়ী সপ্তাহের মধ্যে মঙ্গল,বৃহস্পতি ও শনিবার ৬ই ৬৭৪৯ বিমান বেলা ১২ টা ৩০ মিনিটে শিলচরে পৌঁছবে।
ফের যাত্রী নিয়ে ৬ই ৫৩১২ বিমানটি বেলা ১ টায় মুম্বাইর উদ্দেশে রওয়ানা করবে। সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে গিয়ে মুম্বাই পৌঁছাবে।