কোঁকড়াঝাঁর প্রতিনিধি : এবার অসম পুলিসের স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হল আরও এক জঙ্গি। ধৃতের নাম আনসারুল্লা বাংলা টিমের জঙ্গি গাজি রহমান।
সোমবার, অসমের কোকরাঝাড় জেলা থেকে গ্রেফতার করা হয় এই জঙ্গিকে। বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক গ্রেফতার হচ্ছে আনসারুল্লাহ্ বাংলা টিমের জঙ্গিরা।
যা স্বাভাবিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখাদিয়েছে।
অসম পুলিস জেহাদি দমনে ‘অপারেশন প্রঘাত’ শুরু করেছে। অভিযানের মূল লক্ষ্য জঙ্গি সংগঠন আল কায়দার উপমহাদেশীয় শাখা এবং আনসারুল্লা বাংলা টিমের সদস্যদের পাকড়াও করা।
ইতিমধ্যে এই অপারেশনে মোট ১২ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়। পুলিস সূত্রের খবর, গ্রেফতার এড়াতে পরিচয় বদলের চেষ্টা করেছিল অভিযুক্ত গাজি।
তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আনসারুল্লাহ্ বাংলা টিমের বাকি সদস্যরা কোথায় ঘাঁটি গেড়ে রয়েছে, তাও জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা।
এর আগে ২ থেকে ৩ বার হানা দিয়েও গ্রেফতার করা যায়নি গাজিকে। এবারও সে পরিচয় গোপন করে গ্রেফতারি এড়ানোর চেষ্টা করেছিল।
তবে অবশেষে ধরা পড়ে পুলিসের জালে। এর আগে গ্রেফতার হওয়া আনসারুল্লাহ্ বাংলা টিমের ৪ জঙ্গির সঙ্গে বাংলা-যোগ পাওয়া গিয়েছিল। গাজির সঙ্গেও এই ধরনের কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস।