গন আওয়াজ প্রতিবেদক, করিমগঞ্জ, ২৫ অগাস্ট, বৃহস্পতিবার : করোনা কিটস-এর ২২ লক্ষ টাকার কেলেংকারি ধামাচাপা করিমগঞ্জে।
জেলা বিজেপি সভাপতি জেলা শাসককে স্মারক পত্র দিয়ে ২২ লক্ষ টাকার করুনা কিটসের তদন্তও দাবি করেছিলেন। কিন্তু আজ পর্যন্ত তার কোন তদন্তই হয়নি।
বিজেপি পরিচালিত করিমগঞ্জ পুরো বোর্ডের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে এই কিটস দুর্নীতির অভিযোগ উঠেছিল।
উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ নিয়ে বিধানসভায়ও স্বরব হন। তার পরেই সরকারি ভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
কিন্তু আজ পর্যন্ত তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি।
বিজেপির জেলা সভাপতির স্মারকপত্রও পড়ে রয়েছে ফাইল চাপা।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিব জনসাধারনের ঘর বণ্টনেও বিজেপি পরিচালিত করিমগঞ্জ পুরোবোর্ডের বিরুদ্ধে দেদার দুর্নীতির অভিযোগ রয়েছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে শাসক দলের জেলা সভাপতির তদন্তের দাবিতে জেলা শাসককে দেওয়া স্মারকপত্র যেখানে ফাইলচাপা পড়ে রয়েছে সেখানে সাধারন মানুষের অভিযোগ কে শুনবে?