মাধ্যমিকে ডিসটিংসন মার্কস পেলে নগদ কুড়ি হাজার টাকা পুরস্কার ঘোষণা
হাইলাকান্দি, ২৬ ফেব্রুয়ারি : প্রতি বছরের মত এবারও হাইলাকান্দি শহরের লালা রোডের এচিভার হাইস্কুলে শনি ও রবিবার দুদিন ব্যাপি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে পালিত হয়।
শনিবার সকাল ১০ ঘটিকায় সঙ্গীত পরিবেশনের মাধ্যেমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়, ১১ ঘটিকায় অতিথি বরণ ও অতিথির ভাষণ এবং দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ছাত্র ছাত্রীর নৃত্য, গান, নাটক, আবৃত্তির প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবলিক এইচ এস স্কুলের অবসপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম মাজারভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এস কলেজের অধ্যাপিকা মমতাজ বেগম বড়ভূইয়া, স্কুল ইন্সপেক্টর মূর্ছানা মালাকারের প্রতিনিধি হিসাবে ছিলেন ডি আই অফ স্কুল ইকবাল হোসেন বড়ভূইয়া।
করিমগঞ্জের সাংসদ প্রতিনিধি দিবেন্দু চ্ন্দ, স্কুলের সভাপতি ফজল আলী বড়ভূইয়া, তৃণমূল কংগ্রেসের জেলা মহিলা সভানেত্রী মঞ্জুরানি সিনহা, লক্ষ্মী নাইডু প্রমুখ।
উপস্থিত অতিথিরা ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষক শিক্ষিকা সহ ম্যানেজিং ডিরেক্টরের ভুয়সি প্রশংসা করেন।
তাদের প্রচেষ্টায় এই স্কুল থেকে প্রতিবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলা ও রাজ্জ্যিক স্তরে ভাল ফলাফল অর্জন করে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে।
স্কুলের ম্যানেজিং ডিরেক্টর মেহবুব আহমেদ লস্কর এবার এই স্কুল থেকে যে সকল ছাত্র ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় ডিসটিংসন মার্কস পাবে তাদেরকে নগদ কুড়ি হাজার টাকা করে পুরস্কারের কথা ঘোষণা করেন।
এছাড়া যেসকল ছাত্র ছাত্রী স্টার মার্কস পাবে তাদেরকে দশ হাজার টাকা করে নগদ পুরস্কার দেবেন।
স্কুলের প্রধান শিক্ষক তাপসী দাস এবার থেকে সম্পূর্ণ নতুন শিক্ষা নীতি অনুসরণ করে পাঠ দান করা হবে বলে জানিয়েছেন।
তাপসী দাস জানান তাঁর স্কুলে ছাত্র ছাত্রীরা যেভাবে পড়াশুনায় অগ্রসর টিক একইভাবে নাচ-গান ও খেলাধুলা সহ সব দিক দিয়ে পারদর্শী। এটা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার একটা শুভ লক্ষন।
অনুষ্ঠান শেষে স্কুলের পক্ষ থেকে মেহবুব আহমেদ লস্কর উপস্থিত অতিথি, অভিভাবক, ছাত্র ছাত্রী সহ জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।