হাইলাকান্দি, ২৯ মার্চ : সাত নং করিমগঞ্জ লোকসভার হাইলাকান্দির দুইটি বিধানসভা এলাকায় অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ন নির্বাচন নিশ্চিত করতে শুক্রবার বৈঠক করলেন ব্যয়সংক্রান্ত পর্যবেক্ষক।
এদিন ব্যয়সংক্রান্ত পর্যবেক্ষক প্রদীপ কুমার বিশ্বাস জেলা আয়ুক্ত, প্রশাসনের আধিকারিক সহ বিভিন্ন সেলের অফিসার ইনচার্জদের সঙ্গে বৈঠক করেন।
তিনি প্রত্যেক প্রার্থীর শেডো রেজিস্ট্রার, নির্বাচনের অবিচ্ছিন্ন নজরদারি ও স্থির নজরদারি দলকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ক্যাশ টাকা ও অবৈধ মদ পাচারের বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেন।
জেলার বিভিন্ন স্থানে কড়া নজরদারি চালাতে দায়িত্বশীল দলগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় বার বার স্থান পরিবর্তন করার নির্দেশ দেন।
যাতে নগদ অর্থ চালান ও অবৈধ মদ পাচার প্রতিরোধ করা যায়।
পর্যবেক্ষক বিশ্বাস বিভিন্ন বিভাগের আধিকারিকদের বলেন, অবৈধ কার্যকলাপ ধরা পড়লে সাথে সাথে এফআইআর করে জেলা নির্বাচন আধিকারিক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
তাছাড়া অবৈধ অ্যালকোহল পাচার প্রতিরোধ করতে আবগারি বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত জেলা প্রশাসনের ফাইনান্স এন্ড একাউন্টস অফিসারের নেতৃত্বাধীন এক্সপেনডিচার সেলকে নির্বাচন সম্পর্কিত ব্যয়ের সঠিক হিসাব দেখাশোনা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যয়ের শেডো রেজিস্টার বজায় রাখতে বিভিন্ন টিপস দেন।
প্রত্যেক প্রার্থীর নির্বাচনী ব্যাংক একাউন্ট সহ প্রচারাভিযানে ব্যাবহৃত গাড়ি ভাড়ার চার্জ ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় বিজ্ঞাপন ইত্যাদির খরচ অনুমোদিত রেইট চার্ট অনুযায়ী শেডো রেজিস্ট্রারে তোলতে নির্দেশ দেন।
তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে রেইট চার্ট বজায় রাখতে, বিজ্ঞাপনের ক্ষেত্রে মিডিয়া সার্টিফিকেশন এন্ড মিডিয়া মনিটরিং এম সিএম সি, মিডিয়া সেলের সার্টিফিকেট নিতে হবে।
তাছাড়া এসএসটি ও এমএসটি টিমের অভিযানের সময় তাদের জন্য পানীয় জল সহ বিভিন্ন সুযোগ সুবিধা বিবেচনা করতে জেলা প্রশাসনকে পরামর্শ দেন তিনি।
এছাড়া নগদ অর্থ পরিবহনের সময় প্রপার ডকুমেন্টস খতিয়ে দেখতে এসএস টিমকে পরামর্শ দেন।
তবে সাধারণ মানুষ যাতে কোন ধরনের হয়রানির সম্মুখীন না হয় সে বিষয়টিও গুরুত্ব সহকারে দেখতে বলেন তিনি।
এদিন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক প্রদীপ কুমার বিশ্বাস হাইলাকান্দি পৌঁছালে তাঁকে স্বাগত জানান জেলা আয়ুক্ত নিসর্গ হিবরে গৌতম।
তাঁকে নিয়ে যাওয়া হয় জেলা আয়ুক্তের কার্যালয়ের কনফারেন্স হলে, এখানে তিনি জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, বিভিন্ন সেলের অফিসার ইনচার্জদের সাথে বৈঠকে মিলিত হন।
বৈঠকের শুরুতে হাইলাকান্দি জেলায় লোকসভা নির্বাচনের বিভিন্ন প্রস্তুতি সম্পর্কে তথ্য তুলে ধরেন জেলা আয়ুক্ত, জেলা পরিষদের চিফ এগজিকিউটিভ অফিসার আর কে লস্কর, সহকারী আয়ুক্ত এল খাংতে।
এদিনের বৈঠকে অন্যদের মধ্যে এডিসি ত্রিদীব রায়, ফাইনান্স এন্ড একাউন্টস অফিসার ইনামুল হক, জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক লস্কর, এডিসি অমিত পারবোসা, জেলার তিন সার্কল অফিসার যথাক্রমে কিলুনতুলি জেমি, ভাস্করজ্যোতি তালুকদার, মৃগাক্ষী দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে জেলা পরিষদের চিফ এগজিকিউটিভ অফিসার আর কে লস্কর, বিগত দিনে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের ইতিহাস তুলে ধরে ব্যায়ের ক্ষেত্রেও স্বচ্ছতার বিষয়টিও উপস্থাপন করেন।
তিনি পর্যবেক্ষক প্রদীপ কুমার বিশ্বাসকে জানান, হাইলাকান্দি জেলায় এস এস টি টিম প্রতিদিন স্থান পরিবর্তন করে কাজ করে যাচ্ছে, রুট বদল করা হয়।
এস এস টি টিম 24 ×7 পর্যায়ক্রমে কাজ করছে, তাই সরকারি ভবনের আশ পাশেই তাদেরকে বসানো হয়।
স্থানীয় থানা, সার্কল অফিসারদের সাথে আলোচনা করেই এস এস টি টিম ও ফ্লাইং স্কোয়াডদের জায়গা নির্ধারণ করা হয়। ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ হাইলাকান্দি।