আগরতলা, ১ মার্চ : ভোট গণনার এক দিন আগেই আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তিন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল রেলওয়ে পুলিশ।
জিআরপি পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কয়েকজন বাংলাদেশি যুবক কলকাতা যাওয়ার উদ্দেশে আগরতলা রেলস্টেশনে এসেছে।
এই তথ্যের ভিত্তিতে আজ সকালে আগরতলা রেলস্টেশনে রেল পুলিশ ও আরপিএফ জওয়ানরা ওৎপেতে বসে।
ট্রেনে চড়ার জন্য যখন তিনজন বাংলাদেশী যুবক রেলস্টেশনে আসে রেল পুলিশ তাদেরকে আটক করতে সক্ষম হয়।
রেল পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে এবং পরিচয়পত্র থেকে স্পষ্ট হয়েছে তারা বাংলাদেশি।
ওই কর্মকর্তা বলেন, পুলিশ টিআর ০৩ জে ০৫৩৪ নম্বরের একটি ইকো গাড়িসহ চালককেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতরা হল- রাসিল মিয়া, মোহাম্মদ আসিফ ও আব্দুল বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা। পুলিশ তাদের বিরুদ্ধে বিদেশি আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।