পিএনসি
শিলচর, ২ ফেব্রুয়ারি : আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত বর্তমানে যে ডেমো ট্রেন চলছে তা রেল কর্তৃপক্ষ করিমগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে।
রেল সূত্র বলেছে, করিমগঞ্জ পর্যন্ত এই ট্রেন আগামী ৬ মার্চ থেকে চালু হবে এবং ধর্ম নগর ও করিমগঞ্জের মধ্যে থাকা সবকটি ষ্টেশন- নদীয়াপুর, চুড়াই বাড়ী, তিলভূম, চাঁদ খিরা বাগান, কলকলিঘাট, পাথারকানদি, কানাইবাজার, বারৈগ্রাম, কায়স্থ গ্রাম, নীলামবাজার ও সুপ্রাকানদিতে থামবে।
উত্তর-পূর্ব রেল যাত্রী সংস্থার সভাপতি হারাণ দে এই ট্রেন বদরপুর ও শিলচর পর্যন্ত সম্প্রসারন না করায় অসন্তোষ ব্যাক্ত করেছেন।
সংস্থার পুরানো দাবি ছিল এটিকে শিলচর পর্যন্ত সম্প্রসারন করা।
কিন্তু এই দাবি না মেনে ট্রেনটি কেবল করিমগঞ্জ পর্যন্ত সম্প্রসারন করায় তিনি যাত্রী সংখ্যা কম হবে বলে আশংকা ব্যাক্ত করেন এবং বৃহত্তর শিলচর এলাকা এই ডেমো ট্রেন থেকে বঞ্চিত করায় ক্ষোভ প্রকাশ করেন।
তিনি এই ট্রেন টি শিলচর পর্যন্ত সম্প্রসারন করার দাবি জানিয়ে বুধবার রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান কে তিনি টুইটার করেছেন।
এই ট্রেন দুপুর এক টায় করিমগঞ্জ এসে পৌঁছে একটা পঁয়তাল্লিশ মিনিটে আগরতলার উদ্দেশ্যে রওয়ানা হবে এবং আগরতলা ও ধর্ম নগরের মধ্যে বর্তমান সময় সূচি হিসেবে চলবে।
ট্রেনটি ভোর ৬টা ৪৫মিনিটে আগরতলা থেকে ছেড়ে করিমগঞ্জ ঘুরে রাত ৮টা, ৪৫ মিনিটের সময় আগরতলায় ফেরত পৌঁছাবে।