জুলি দাস, করিমগঞ্জ ৮ মার্চ : দোল পূর্ণিমা উপলক্ষে করিমগঞ্জ নামঘরে এক আয়োজন করা হয় অনুষ্ঠান। সংগীত পরিবেশন, আলোচনা সভা ইত্যাদি কার্যসূচিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল।
দোল পূর্ণিমার তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্টরা। আবির খেলাও হয়। মঙ্গলবার সন্ধ্যা থেকে অনুষ্ঠান শুরু হয়ে রাত প্রায় সাড়ে ১১ টা নাগাদ সমাপ্ত হয়।
করিমগঞ্জ নামঘর পরিচালন কমিটির সভাপতি মনোজকুমার শহরিয়া বলেছেন, চিরাচরিত প্রথা অনুযায়ী নামঘরে দোল পূর্ণিমা উৎসবের আয়োজন করা হয়।
এছাড়া আগামী কয়েক মাসের মধ্যে নামঘরে তোরণ নির্মাণ করার কাজ সকলের সহযোগিতায় সম্পন্ন হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রথমে অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করে দোল উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করেন মৃন্ময়কুমার ডাউকা।
এছাড়া বরগীত, ভজন ইত্যাদি পরিবেশন করেন রিতুতপা চক্রবর্তী, বিজয়ভুষণ চক্রবর্তী, মৃন্ময়কুমার ডাউকা সহ অন্যান্য শিল্পীরা।
রিতুতপার সংগীত পরিবেশন দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে। বরগোল থেকে আসা কীর্তনীয়া দলও সামিল হয় উৎসবে।
এছাড়া নামগোহা প্রার্থনা, ভাগবত পাঠ ইত্যাদি কার্যসূচিতে ছিল।
এদিন উপস্থিত একে অন্যকে আবির মাখিয়ে দেন। পরে ভক্তদের মধ্যে প্রসাদের বন্দোবস্ত করা হয়। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন এমভিআই দূর্গা গগৈ, স্বাস্থ্য বিভাগের যুগ্ম অধিকর্তা ডা: রাজীব বরুয়া সহ অন্যান্যরা।