শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর, ১২ এপ্রিল : রামকৃষ্ণ নগরে চুরির সামগ্রী সহ এক চুরকে আটক করেছে রামকৃষ্ণ নগর পুলিশ।
কালিনগর চা বাগান এলাকা থেকে বুধবার স্থানীয় লোকজন এবং ভিডিপির সহযোগিতায় চুরকে তার ঘর থেকে চুরির সামগ্রী ধরপাকড় করে রামকৃষ্ণ নগর পুলিশ।
চুরের নাম সঞ্জীব ভর, বাড়ি কালিনগর বাগানে। জানা গেছে, প্রায় সাত বছর থেকে এভাবেই কালিনগর বাগান এলাকায় চুরিকান্ড সংঘটিত হচ্ছে।
কিন্তু কে বা কাহারা চুরি করছে তার কোন হদিস পাচ্ছিলেন না গ্রামবাসী। এবছরের এই কয়েক দিনের মধ্যে এলাকার বেশ কিছু ঘর হাতিয়ে নেয় এই চুর।
চুরের এই একের পর এক হানায় আতঙ্কে দিন কাটছিল গ্রামবাসীর। ঘরের টিন, মোটর, মোটর সাইকেল, দা, হারি সহ বিভিন্ন সামগ্রী এই চুর তার ঘরে হাতিয়ে নিয়ে যায়।
এদিকে, দুদিন আগে সঞ্জীব ভর কালিনগর বাগান এলাকায় চুরিকান্ড সংঘটিত করছে এমনটাই সন্ধেহ হয় এলাকাবাসীর।
তারই পরিপ্রেক্ষিতে স্থানীয় ভিডিপি সহ চুরের উপদ্রবে অতিষ্ঠ কিছু তার পিছু নেন এবং সফল হন। প্রকাশ্যে নিয়ে আসেন তার কর্মকাণ্ড।
প্রতিদিনই সে চুরি করে সামগ্রীগুলো ঘরে নিয়ে যায়। সেগুলো দেখে বুধবার সকালে স্থানীয় ভিডিপি এব্যাপারে রামকৃষ্ণ নগর থানার ভারপ্রাপ্ত ওসি নিলভ জ্যোতি নাথকে জানান।
রামকৃষ্ণ নগর থানার ভারপ্রাপ্ত ওসি নিলভ জ্যোতি নাথ তার দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং তাকে গ্রেফতার করে ঘর থেকে বেশ কিছু চুরির সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
চুরির সামগ্রী উদ্ধারের খবর পেয়ে লোকজন থানায় এসে তাদের চুরি যাওয়া সামগ্রী সনাক্ত করেন।
তবে এখন পর্যন্ত আরও অন্যান্য সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি। রামকৃষ্ণনগর পুলিশ লোকজনের চুরি যাওয়া অন্যান্য সামগ্রী উদ্ধারে চুর সঞ্জীব ভরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।