অয়াহিদুর রহমান, কলিয়াবর : কলিয়াবর বাগড়ির পিতৃ-মাতৃহীন ১৪ এবং ৮ বছরের দুই নাতনী সহ বৃদ্ধার পাশে দাঁড়ালেন বেশ কয়েকজন হৃদয়বান।
তাদের জীবনযাপনের করুণ কাহিনী গণআওয়াজ-এ প্রকাশের পর এসব হৃদয়বানরা এগিয়ে এসে তাদের পাশে দাঁড়িয়েছেন।
ভুক্তভোগী এই পরিবারের কলিয়াবরের কুড়েঘরে বেশ কয়েকজন শুভানুধ্যায়ী গিয়ে দেখা করে তাদের খোঁজখবর নিয়েছেন।
এদের মধ্যে বেশ কয়েকজন উদ্যোগী ব্যবসায়ী সহ কলিয়াবর প্রেস ক্লাবের সদস্যরাও পরিবারটিকে খাদ্য-সামগ্ৰী এবং অত্যাবশ্যকীয় সামগ্ৰী দিয়ে পাশে দাঁড়িয়েছেন।
কেউ কেউ নগদ অর্থ দান করেছেন আবার কেউ কেউ খাদ্য সামগ্রী দান করেছেন।
এদিকে পরিবারটির জরাজীর্ণ ঘর মেরামতির দায়িত্ব নিয়েছেন কলিয়াবরের এক উদ্যোগী।
অন্যদিকে গণআওয়াজ-এ এই সংবাদ প্রকাশের পর কাছাড় জেলার বড়খোলার হৃদয়বান উদ্যোগী বিপ্লব দাস পরিবারটিকে সাহায্যের মনোভিত্তি নিয়ে ফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করেন।
কিন্তু পরিবারটির সঙ্গে যোগাযোগের সুবিধা না থাকায় তিনি এই পরিবারের পাশে দাঁড়াতে পারেন নি।
তবে যেসব সহৃদয় ব্যক্তিরা এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রশংসা করছেন কলিয়াবরের স্থানীয় সচেতন মহল।