বালাঘাট, ১৮ মার্চ : শনিবার মধ্যপ্রদেশের বালাঘাটে একটি ট্রেনার চার্টার প্লেন বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় দুই পাইলট মারা যান।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বালাঘাটের কিরনাপুর থানা এলাকার অন্তর্গত ভাক্কুটোলা গ্রামের ঘন জঙ্গলে বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন, যাদের একজন নারী প্রশিক্ষণার্থী পাইলট এবং অন্যজন প্রশিক্ষক বলে জানা গেছে।
বিমান দুর্ঘটনায় নিহত দুই পাইলটের একজনের লাশ উদ্ধার করা হয়েছে, অপর পাইলটের লাশের খোঁজ চলছে।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে ধ্বংসস্তূপের মধ্যে এক ব্যক্তির দেহ দেখা যাচ্ছে। তবে কী কারণে এই দুর্ঘটনা? এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (নকশাল) আদিত্য মিশ্র বলেছেন, পুলিশ খবর পেয়েছে একটি প্রশিক্ষক বিমান কির্ণপুরের ভাক্কুটোলায় বিধ্বস্ত হয়েছে।
উদ্ধারকার্যে পুলিশ বাহিনী ঘটনাস্থলে রওনা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আদিত্য মিশ্র বলেছেন, প্রাথমিক তদন্তে বিধ্বস্ত বিমানটি প্রতিবেশী মহারাষ্ট্রের গোন্দিয়া জেলায় পরিচালিত ফ্লাই স্কুলের অন্তর্গত যার প্রশিক্ষক চার্টার প্লেনেই দুর্ঘটনাটি ঘটেছে।
ঘটনাস্থলে ভিড় জমায় গ্রামবাসী। একই সঙ্গে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা ও টিম তদন্ত করছে।
লক্ষণীয় যে, ২০ মার্চ সোমবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কিরনাপুর সংলগ্ন লানজি তহসিলে লাডলি বাহনা যোজনার কর্মসূচিতে অংশ নিতে বালাঘাটে পৌঁছেছেন।
বালাঘাটে মুখ্যমন্ত্রীর আগমনের আগে পার্শ্ববর্তী তহশিল কির্ণপুর জঙ্গলে বিমান দুর্ঘটনার বড় ঘটনাকে কেন্দ্র করে পুলিশও আগের চেয়ে বেশি সতর্ক।