অপ্রয়োজনীয় বৈদ্যুতিক আলো বন্ধ রাখার আহ্বান
শিলচর, ২৫ মার্চ : রাজ্য সরকার আজ (২৫ মার্চ) দিনটিকে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (WWF- ভারত ) হিসেবে পালন করেছে।
পৃথিবী পর্যবেক্ষণে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার যাতে ভারত-এর প্রচেষ্টাকে সমর্থন জানানো যায়।
তাই রাজ্য সরকারের পক্ষ থেকে বিদ্যুতের সাশ্রয়ের জন্য সমগ্র রাজ্যের জনসাধারণকে আজ রাত সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত এক ঘন্টা সমস্ত অপ্রয়োজনীয় আলো বন্ধরাখার আবেদন জানানো হয়েছে। এছাড়া বাজ্যবাসীকে “আর্থ আওয়ার” পালনে উৎসাহিত করতেও আবেদন জানানো হচ্ছে।