সহযোগিতার আশ্বাস দিল বিএসএফ
করিমগঞ্জ প্রতিনিধি : এবারও সীমিত সামর্থ নিয়ে কাঁটা তারের ওপারে থাকা গ্রামবাসীরা স্বতঃফুর্তভাবে দেবীর রাতুল চরণে অর্ঘ নিবেদনের আয়োজন করেছেন।
তাদেরকে দেবী বন্দনায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বিএসএফ। উল্লেখ্য যে, দেশ ভাগের শিকার হয়ে গবিন্দপুর গ্রামটি সীমান্তের কাটা তারের ওপারে চলে যায়।
সোমবার ১৬ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে গ্রামের মহিলাদের হাতে দেওয়া হয় নতুন কাপড়।
এদিকে করিমগঞ্জ রোটারি ক্লাবের পদাধীকারীরাও প্রতিবারের মতো সীমান্তের প্রত্যন্ত গ্রামের জনসাধারণের হাতে তুলে দেন শাড়ি এবং ধুতি।
বস্ত্র বিতরণের পর কমাডেন্ট সঞ্জয় কুমার নবরাত্রি এবং দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, পুজো মানেই নতুন পোশাকের সাধ।
কিন্তু তাতে বাধ সেধেছে গবিন্দপুর গ্রামের অনেক পরিবারের আর্থিক অনটন। তাই তাদের মুখে হাসি ফোটাতে বিএসএফ-এর পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে।