কথোপকথন নিয়োগে কেন্দ্রকে ২৮ মার্চ সময়সীমা বেঁধে দিলেন প্রদ্যোত কিশোর
আগরতললা, ২৭ মার্চ : আলোচনার জন্য কেন্দ্রকে ২৮ মার্চ পর্যন্ত চরম সময়সীমা বেঁধে দিলেন টিপরা মোথার চেয়ারম্যান প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা।
তিনি হুমকির সুরে জানিয়ে দিয়েছেন, কেন্দ্র কথোপকথন বেঁধে দেওয়া এই সময়সীমা অতিক্রম করলে অনির্দিষ্টকালের জন্য অনশনে যাবেন।
দলের বিভিন্ন সূত্রে জানাগেছে, ত্রিপুরার আদিবাসীদের ‘সাংবিধানিক সমাধানের দাবিতে একজন কথোপকথক নিয়োগ করতে ব্যর্থ হওয়ায় ত্রিপুরার রাজকীয় বংশোদ্ভূত প্রদ্যোত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে দেববর্মা বলেছিলেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২৭ মার্চ ত্রিপুরার ১৪লক্ষ আদিবাসীদের সমস্যাগুলির সাংবিধানিক সমাধানে টিপরা মোথার দাবি পরীক্ষা করতে কথোপকথকের নাম ঘোষণা করবেন।