সিংলাছড়া রাস্তার কাজ নিয়ে অভিযোগের পাল্টা অভিযোগ

Spread the love

দুপক্ষের মতানৈক্যের যবনিকায় ইতিটানতে বিভাগীয় অভিজন্তার স্পষ্টিকরন

সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ২ এপ্রিল : সিংলাছড়া রাস্তার কাজ নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে স্পষ্টিকরন দিলেন পূর্তদপ্তরের কার্যবাহি অভিজন্তা অজিত কুমার দাস।

তিনি স্পষ্ট করেছেন রাস্তার কাজ হবে বিভাগীয় সার্ভে অনুযায়ী।

রাতাবাড়ি বিধানসভার সিংলাছড়ায় গত ২৫ মার্চ একটি রাস্তার কাজের শিলান‍্যাস করেন রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার।

তথ‍্য ফলক অনুযায়ী মূখ্যমন্ত্রী পথ পকি করন প্রকল্প যোজনার অধীনে সিআর রোড ৫নং পশ্চিম সিংলায় এই কাজে শিলান্যাস করা হয়।

রাস্তার কাজের শিলান্যাসের পর সিংলাছড়া জিপির ৩ নং ওয়ার্ডের জনগণ প্রতিবাদ স্বাব্যস্থ করেন।

তাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঠিকাদারের শিক্ষক স্বামী শিলান্যাসের স্থান পরিবর্তন করে ৩ নং ওয়ার্ডে করেছেন।

৩ নং ওয়ার্ডের জনগণ এব্যাপারে বিধায়ক বিজয় মালাকার, করিমগঞ্জের জেলা শাসক এমন কি রাজ্যের মুখ্যমন্ত্রীরও হস্তক্ষেপ চেয়েছিলেন।

 তারপরই পরই আসে বিভাগীয় আধিকারিকের এই স্পষ্টিকরন।

কিন্তু ৫ নং ওয়ার্ডের জনগণের প্রতিবাদের পাল্টা প্রতিবাদ জানান ৩ নং ওয়ার্ডের জনগণ।

শনিবার ৩ নং ওয়ার্ডের জনগন জমায়েত হয়ে সংবাদিকদের বলেছেন যারা ৫ নং এর বাসিন্দা দাবী করছে তারা আসলে ৬ নং এর বাসিন্দা। এবং যে স্থানটিকে ৩ নং বলা হচ্ছে সেটাই ৫ নং, এতে কোন সন্দেহ নেই। বিভাগের পক্ষ থেকে সেই রাস্তাটি সার্ভে করা হয়েছিল যে রাস্তা দিয়ে  জনগণ অল্প সময়ে পাথারকান্দি বিধান সভায় যেতে পারেন।

তারা ঠিকাদারের শিক্ষক স্বামী বিশ্বজিৎ কৈরীর নামে জয়ধ্বনীও দেন।  

দুই দলের এই মতানৈক্য দুর করতে পূর্তদপ্তরের কার্যবাহি অভিজন্তা অজিত কুমার দাসকে মাঠে নামতে হয়েছে।

তিনি কাজের পুরো তথ‍্য তুলে ধরে বলেছেন, বিভাগীয় চিফ ইনজিনিয়ারের নির্দেশে সরকারি গাইড লাইন অনুযায়ী কাজ করা হবে। ৫ নং ও ৩ নং এর সমস‍্যাটি এলাকা বাসীর। কাজ হবে সরকারি সার্ভে অনুযায়ী।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token