জুলি দাস
করিমগঞ্জ, ২ এপ্রিল : বাংলা নববর্ষ উপলক্ষে ‘বর্ষবরণ’ অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে বরাক উপত্যকা নন্দিনী সাহিত্য ও পাঠচক্র।
আগামী ২৪ এপ্রিল বর্ষবরণ অনুষ্ঠান হবে করিমগঞ্জে। সংগঠনের এক সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পর সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করিমগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছরই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকে বরাক উপত্যকা নন্দিনী সাহিত্য ও পাঠচক্র।
এ বছর অনুষ্ঠান করা নিয়ে কয়েকদিন আগে শম্ভুসাগর পার্ক সংলগ্ন এলাকায় গীতবিতান-এর কার্যালয়ে এক সভায় বসেন সংগঠনের পদাধিকারীরা।
সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২৪ এপ্রিল বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হবে।
মিশন রোডের আকন বাকন কার্যালয়ে অনুষ্ঠান হবে। কার্যসূচির মধ্যে থাকবে-সংগীত, নৃত্য, আবৃত্তি, কবিতা পাঠ ইত্যাদি।
সংগঠনের শিলচর এবং হাইলাকান্দির পদাধিকারীদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও অনুষ্ঠান আয়োজন করা এবং সাফল্য কামনা করে নিজেদের মতামত তুলে ধরেন উপস্থিত প্রত্যেকে। বরাক উপত্যকা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের করিমগঞ্জ জেলা কমিটির সভানেত্রী তথা রবীন্দ্রসদন মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষা ড০ গীতা সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত শিক্ষিকা গীতা মুখার্জি, সম্পাদিকা প্রতিমা শুক্লবৈদ্য, অনিন্দিতা চক্রবর্তী, বিষ্ণুপদ নাগ সহ অন্যান্যরা।