শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর ২ এপ্রিল : সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে রামকৃষ্ণ নগরে শ্রীরামচন্দ্রের জন্মদিন রাম নবমী উপলক্ষে রাম উৎসব সাপ্তাহ পালন করা হয়।
রামকৃষ্ণনগর প্রখণ্ড বিশ্বহিন্দু পরিষদ এবং বজরংদের কার্যকর্তাদের উপস্থিতিতে পালন করা হয় রাম উৎসব।
এতে রামকৃষ্ণ নগর প্রখণ্ড কার্যকর্তা সহ উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা বিশ্বহিন্দু পরিষদের সহ- সম্পাদক পৃথ্বীশ নাথ এবং জেলা বজরংদল সহ- সংযোজক সত্যম চন্দ।
এদিন ভগবান রামচন্দ্র ও ধর্ম বিষয় নিয়ে বৌদ্ধিক রাখেন জেলা সহ-সম্পাদক পৃথ্বীশ নাথ।
প্রখণ্ড সম্পাদক হৃষিকেশ বৈদ্য ভারতবর্ষে বিভিন্ন স্থানে রামনবমী শোভাযাত্রায় রাম ভক্তদের উপর জিহাদি দ্ধারা কিভাবে আক্রমন করা হয়েছে তা বিস্তারিত ভাবে সকলের সামনে তুলে ধরেন।
এর পাশাপশি ভগবান রামচন্দ্র, সংকট মোচন হনুমানজীর আদর্শে আগামীদিনে প্রখণ্ডের গ্ৰাম স্তরে কিভাবে সংঘটনের কাজের বিস্তার হতে হবে এনিয়েও আলোচনা করা হয়।
প্রখণ্ড সম্পাদক উপস্তিত সকলকে ধন্যবাদ জানিয়ে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।