এনসিসি সার্টিফিকেটের মূল্য আছে : ব্রিগেডিয়ার
জুলি দাস
করিমগঞ্জ, ৩ এপ্রিল : এনসিসি দেশপ্রেমের শিক্ষা দেয়, যারা প্রশিক্ষণ নেয় তাদের বিভিন্ন পদ্ধতি শেখানো হয়।
এনসিসি সার্টিফিকেটের অনেক মূল্য রয়েছে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের চাকরির জন্য এনসিসির সার্টিফিকেট থাকলে বিশেষ সুবিধা মিলে।
করিমগঞ্জ এসে এভাবেই বলেন শিলচর গ্রুপ এনসিসি কমান্ডার ব্রিগেডিয়ার অরুণ উনিয়াল।
সোমবার চতুর্থ অসম ব্যাটেলিয়ান এনসিসি করিমগঞ্জ কার্যালয়ে আসেন ব্রিগেডিয়ার অরুণ উনিয়াল। তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
বিশেষ পারদর্শিতার জন্য সাতজন এনসিসি ক্যাডেটকে সম্মান জানানো হয়, তারা হলেন-সমি বেগম (করিমগঞ্জ কলেজ), রনিতা পোদ্দার (ভিকমচান্দ হাইস্কুল), গৌরব দে (এসএস কলেজ), মারুফ হোসেন (আল-ইসলা হাইস্কুল), নাসিম উদ্দিন (এনসি কলেজ), তুলিকা ভট্টাচার্য (সরস্বতী বিদ্যানিকেতন), সমত আহমেদ (ভাঙ্গা হাইস্কুল)।
তাদেরকে স্কলারশিপ, স্মারক তুলে দিয়েছেন ব্রিগেডিয়ার অরুণ উনিয়াল।
এদিন করিমগঞ্জ এনসিসি কার্যালয়ের বিভিন্ন দিক পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন উনিয়াল।
এছাড়া ব্যাটেলিয়নের প্রশিক্ষণ, নৈতিকতা, শিবির, সামাজিক কাজের ব্যাপারে উনিয়ালকে অবগত করান কমান্ডিং অফিসার কর্নেল পিএস রানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবেদার মেজর বিজয় সিং, সুবেদার কৌশিক জানা, গ্রুপ কমান্ডার মহেশ ছেত্রী, মুন বাহাদুর ছেত্রী সহ অন্যান্যরা।
উল্লেখ্য, ২০২২-২৩ অর্থ বছরে এই ব্যাটেলিয়নের ৪৬ জন ক্যাডেট সেনাবাহিনী সহ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন নিরাপত্তা বাহিনীতে মনোনীত হয়েছেন।
এর আগে সকালে বদরপুর রেলওয়ে কলোনিতে দর্পণ এনজিও পরিচালিত একটি সেবাকেন্দ্রের উদ্বোধন করেন শিলচর গ্রুপ এনসিসি কমান্ডার ব্রিগেডিয়ার অরুণ উনিয়াল।
বেকার বিধবাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য চারটি সেলাই মেশিন দান করেছে এনসিসি। করিমগঞ্জ থেকে জুলি দাসের রিপোর্ট।