পিঙ্কির পরিবারকে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ ও ভাইয়ের চাকরির দাবী জানালো বিডিএফ

Spread the love

শিলচর : পিঙ্কির বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সাথে দেখা করে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও মৃতার ভাইয়ের চাকরির জন্য সরকারের কাছে আবেদন জানালো বিডিএফ।

রাঙিরখাড়ির বাসিন্দা বছর কুড়ির পিংকি রায়ের অস্বাভাবিক মৃত্যুর পর আজ তার বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর সদস্যরা।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম পিংকির শোচনীয় পরিনতির পরিপ্রেক্ষিতে সরকারের কাছে মৃতার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করার আর্জি জানান তাঁরা।

এদিন পরিবারের সাথে আলোচনার পর সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে এটা অত্যন্ত নিন্দনীয়।

তিনি বলেন যে আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে প্রতিটি থানার দারোগাদের এফ আই আর লেখার ব্যাবস্থা রাখতে হবে যাতে সবাই তাদের অভিযোগ যথা সময়ে প্রশাসনকে জানাতে পারেন।

 কিন্তু এক্ষেত্রে তাদের থানা থেকে অভিযোগনামা লেখানোর বিনিময়ে গরীব এই পরিবারের সদস্যদের টাকা দিতে হয়েছে।

এছাড়া মৃতদেহ সনাক্তকরণের ব্যাপারে পুলিশ তাদের সাহায্য করেনি, উল্টে একা পরিবারের সদস্যদের ধোয়ারবন্দ পাঠিয়েছে।

এমনকি ধোয়ারবন্দ থানায়ও এই ব্যাপারে যথাযথ সহযোগিতা করা হয়নি। প্রদীপ বাবু বলেন যে এই যদি পুলিশ প্রশাসনের অবস্থা হয় তবে আগামীতে এমনি আরো ঘটনা ঘটবে।

তাই তিনি অবিলম্বে জেলার পুলিশ সুপারকে এই ব্যাপারে যথাযথ তদন্ত ও উভয় থানার ভারপ্রাপ্ত অফিসারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার আবেদন জানিয়েছেন।

প্রদীপ বাবু এদিন বলেন যে মৃতার পরিবারকে তাঁরা শুধু সান্ত্বনাই জানাতে পারেন, আর কিছু করার নেই।

তবে যেহেতু পিংকি এই পরিবারের অন্যতম উপার্জনকারি সদস্য ছিল তাই সরকার তথা স্থানীয় সাংসদ ও বিধায়ককে তাঁরা পিংকির পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা অনুদান দেবার আবেদন জানাচ্ছেন।

এছাড়া পিংকির মাধ্যমিক উত্তীর্ণ ভাইকেও তাঁরা সরকারি চাকরি দেবার দাবি জানিয়ে পিংকির বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন বিডিএফ সদস্যরা।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token