বিহাড়া বাজার এলাকায় বিশুদ্ধ পানীয় জলের হাহাকার! জেলা শাসককে স্মারকলিপি

Spread the love

পি এন সি, শিলচর ৮ এপ্রিল : বৃহত্তর গড়েরভিতর পঞ্চায়েত এলাকায় তিনটি জলসররাহ প্রকল্পের মধ্যে শিব টিলা জল প্রকল্পকে জল জীবন মিশনের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

জিপির অন্য দুটি প্রথম ও দ্বিতীয় খণ্ডের জল সরবরাহ প্রকল্পকে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ ছেটে দেয়। এতে এলাকায় বিশুদ্ধ পানিয় জলের হাহাকার সৃষ্টি হয়েছে।  

এলাকার মানুষের দাবি, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ যদি এই প্রকল্প গুলকেও যদি অন্তর্ভুক্ত করতো তাহলে বিহাড়া বাজার এবং সংলগ্ন এলাকার মানুষকে পানীয় জলের জন্য হাহাকার করতে হতো না।

এই প্রতিবেদককে স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় মাস দশেক পূর্বে ডিজেল চালিত পাম্প অচল হলে বিভাগীয় কতৃপক্ষ পাম্পটি সরিয়ে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দারা এর কারন জানতে চাইলে বিভাগীয় কর্মীরা বলেছিলেন, পাম্পের পরিবর্তে বৈদ্যুতিক পাম্প বসানো হবে, এতে বিশুদ্ধ পানিয় জলের সমস্যা দূর হবে।

কিন্তু আজ বছর পার হতে চলেছে, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এই বিষয়ে কোনো ধরনের তৎপরতা শুরুই করেনি।

যার ফলে এই প্রকল্পের আওতায় থাকা জনসাধারণ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। গত খরা মরশুমে এই বৃহত্তর এলাকার মানুষ কি যে অসুবিধা ভোগ করেছেন একমাত্র তারাই জানেন।

এখানে প্রশ্ন উঠছে যে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ১ নং ডিভিসন কেন এই প্রকল্পকে জল জীবন মিশনের আওতায় অন্তর্ভুক্ত করা হলো না?

স্থানীদের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প জল জীবন মিশনের কাজ বাকি দুটিতে সম্পন্ন হলে এখানে কেন হলো না? কি অপরাধ এই এলাকার মানুষের?

বিহাড়া দেশবন্ধু ক্লাবের একটি সচেতনতা সভায় কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা উপস্থিত হলে স্থানীয়রা বাসিন্দারা পানীয় জলের সুরাহা করে দিতে সরাসরি জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি প্রদান করেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token