রূপক কুমার নাথ, ২৬ সেপ্টেম্বর : হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন, সামনেই দুর্গাপুজো। প্রত্যেক বাঙালিই গোটা বছর অপেক্ষা করে থাকে মা দুর্গার আগমনের জন্য।
গত দু’বছর কোভিড অতিমারীর কারণে সেভাবে কেউই দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে পারেন নি। তবে এ বছর বদলে গেছে সেই চিত্রটা।
ধিরে ধিরে আবারও স্বাভাবিক ছন্দে ফিরে আসছে মানুষের জীবনযাপন। সেই কারণে আবারও মহা আনন্দের সঙ্গে পালন করা হবে দুর্গাপুজো।
পুজোর প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জোর কদমে। হাতে গোনা কয়েকদিন বাকি দুর্গাপুজোর, সেই কারণে রাত দিন একাকার করে চরম ব্যস্ততার মধ্য দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন স্থানের মৃৎশিল্পীরা।
শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, বাবুর বাজার, জারইলতলা, বিহাড়া বাজার, পাদ্রীটিলা, কালাইন, জালালপুর ও কাঠিগড়ার মৃৎশিল্পীরা রাত-দিন এক করে দুর্গা প্রতিমাকে সাজিয়ে তুলায় ব্যস্ত।
কিছু কিছু প্রতিমা ইতিমধ্যেই সাজিয়ে তুলার কাজ সম্পন্ন হয়ে গেছে, আবার কিছু প্রতিমা যথাস্থানে পাঠানোর ব্যবস্থা করা হয়ে গেছে।
কিছু প্রতিমা সাজিয়ে তুলার কাজ এখনও চলছে। সব মিলিয়ে চরম ব্যস্ততার মধ্যে গোটা বরাক উপত্যকার মৃৎশিল্পীরা।