লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুর পুলিশ ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
আবারও লক্ষীপুরে ধরা পড়ল নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারী।
ত্রিশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় উপজাতি সম্প্রদায়ের এক ব্যক্তিকে।
সোমবার বিকেলে ফুলেরতল বাইপাসে লক্ষীপুর পুলিশ এবং আসাম রাইফেলেসের জওয়ানরা বাইপাস পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ওৎপেতে বসেন।
কিছু সময়ের মধ্যে এক উপজাতি ব্যক্তি এএস ১১ জেড ২৭৯৭ নম্বরের স্কুটি নিয়ে আসে, পুলিশ এবং আসাম রাইফেলেস জোওয়ানরা স্কুটিটি আটক করে তল্লাশি চালায়।
এতে একটি বস্তার ভেতর থেকে তিনটি প্যাকেটে প্রায় ৩০ হাজার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
সঙ্গে সঙ্গে উপজাতি ব্যক্তি রামসাং মার নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
রামসাং মার উরফে চাঙ্গার বাড়ি লক্ষীপুর থানার অন্তরর্গত মারকুলিন গ্রামে।
বর্তমানে ধৃত রামসাং মারকে লক্ষীপুর থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।
তার বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা নথিভুক্ত করা হয়েছে। মঙ্গলবার তাকে লক্ষীপুর আদালতে হাজির করা হবে।