অসীম রায়, লক্ষীপুর : মন্ডব সজ্জায় কোন থিম বা জাকজমক ছাড়াই বিগ বাজেটের পুজোর আয়োজন করতে চলেছে লক্ষীপুর ফরেষ্ট অফিস অঞ্চল সার্বজনীন দূর্গা পূজা কমিটি।
তাদের এবার পুজোর বাজেট সাড়ে চার লক্ষ টাকা, সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন পূজা কমিটির কর্মকর্তারা।
এখানে ১৯৮১ সালে পূজো আরম্ভ হয়েছিল। এবার তারা ৪৩ তম পূজার প্রস্তুতি নিয়েছেন।
তবে মন্ডব সজ্জায় কোন ধরনের থিম তৈরি করা হবে না, এখানে হবে শ্রদ্ধা ভক্তি সহকারে আনন্দের পূজা।
ছোট বড় সবাই যাহাতে পূজার আনন্দ উপভোগ করতে পারেন সেটাই তাদের মূল উদ্দেশ্য।
তাছাড়া কার্যসূচিতে রয়েছে যারা এই পূজা শুরু করে ধরে রেখেছেন সেই সব কর্মকর্তাদের মহালয়ার দিন সন্ধ্যায় সংবর্ধনা দেওয়া এবং কচিকাঁচাদের মধ্যে আগমনি পরিবেশন সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
ষষ্ঠীর দিন দূর্গার থিমের উপর ভিত্তি করে ট্যাব্লো বের করা হবে এবং এলাকার ১০০ শত গরীব লোক বাছাই করে তাদের বস্ত্র বিতরণ করা হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি নিতু রায়, সহ সভাপতি কুকিল ঘোষ, সম্পাদক প্রান্তদীপ দত্ত, কোষাধ্যক্ষ পীয়ুষ দাস, প্রদীপ ভূষন রায়, সুজিত দত্ত ও নবেন্দু রায়।