হিবজুর রাহমান বড়ভূইয়া : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণবার্ষিকী বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেসক্লাবে পালন করা হয়।
প্রথমে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিন বরাক নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে বলেন, অন্যায়-অসত্য-জড়তা-ক্লীবতা-সাম্প্রদায়িকতা-বিচ্ছিন্নতাবাদকে পরাস্ত করার সংগ্রামে নজরুল ইসলাম আজও আলোর দিশারী।
সাংবাদিক চয়ন ভট্টাচার্য বলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নজরুল ইসলাম যে ভাবে কলম ধরেছিলেন, এটা নজিরবিহীন।
প্রাক্তন অধ্যক্ষ আইনজীবী নজরুল ইসলাম লস্কর বলেন যে বিদ্রোহী কবি শোষণহীন সমাজব্যবস্থা গঠনের যে স্বপ্ন দেখেছিলেন, আজও তা পূরণ হয়নি।
এর জন্য দেশবাসীকে আরও তৎপর হতে হবে। এ ছাড়াও বক্তব্য উপস্থাপন করেন সাংবাদিক বিশ্বকল্যাণ পুরকায়স্থ, সাংবাদিক বিক্রম সরকার প্রমূখ।