সুপ্রিয় পাল, দুল্লভছড়া,২২ এপ্রিল : নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মতো মোবাইল পরিষেবা ও জনগনের কাছে গুরুত্বপূর্ণ।
তাই বিভিন্ন নেটওয়ার্কিং কম্পোনী অনাহাসেই গ্রাহকদের পকেটে ঢুকতে সক্ষম হয়েছে, যারমধ্যে দুল্লভছড়ায় বিএসএনএল নেটওয়ার্কিং পরিষেবা অন্যতম।
বিশেষ করে বিএসএনএল পরিষেবা ভারত সরকারের একটি সংস্থা হওয়ায় গ্রাহক সংখ্যা দুল্লভছড়ায় অন্যান্য নেটওয়ার্কিং কম্পোনীগুলো থেকে অনেক বেশী।
অফিসিয়েল কাজকর্মেও গ্রাহকরা এই নম্বরটিই বেশী ব্যবহার করছেন।
এরমধ্যে অনেক গ্রাহক রয়েছেন যারা ছয় মাসের মোবাইল পেক এক সঙ্গেই নিয়েছেন, অথচ মাসের অধিকাংশ দিনই নেট পরিষেবা থেকে বঞ্চিত।
তাছাড়া অনেক শিক্ষিত বেকার যুবকেরা সম্পূর্ণ ভাবে নেটওয়ার্ক পরিষেবার উপর নির্ভর হয়ে ব্যবসা করে জীবন যাপন করছেন।
কিন্ত পরিষেবা না থাকায় একদিকে পেক ফাঁকা হচ্ছে এবং অন্যদিকে দৈনিক রোজগার থেকে বঞ্চিত হচ্ছেন।
এমনকি নেট পরিষেবা না থাকা সওে ও মাসের শেষে বিল পাটিয়ে দেওয়া হচ্ছে কম্পিউটার দোকানীদের। তাই নেট পরিষেবা সুষ্টভাবে পরিচালনার জন্য বিভাগীয় উর্ধতন কতৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন এলাকার জনসাধারণ।