হাইলাকান্দি থেকে মোস্তাফা এ মজুমদারের রিপোর্ট, ২২ এপ্রিল : দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শনিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর।
মুসলিম বিশ্বের সঙ্গে শনিবার হাইলাকান্দিতেও প্রবল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হয় ঈদ-উল ফিতর।
এদিন জেলার বিভিন্ন ঈদগাহ ময়দান এবং মসজিদে ঈদের নামাজের জমায়েত অনুষ্ঠিত হয়েছে।
কাধেঁ কাঁধ মিলিয়ে একসাথে জমায়েত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। জেলার বিভিন্ন প্রান্তের ঈদগাহ এবং মসজিদ গুলোতে ঈদের জমায়েতে মুসল্লিদের ঢল নামে।
খোলাখুলি, আলিঙ্গন, শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা। ঈদে নানা রঙের সাজে সেজেছেন ছোট্ট কচিকাঁচা।
করোনাভাইরাসের নানা বিধিনিষেধের বেড়াজাল থেকে মুক্ত হয়ে দ্বিতীয় বারের মতো আমেজে পালিত হয় এবারের ঈদ।
পূর্বের ন্যায় ঈদগাহ ময়দানে জমায়েত হয়ে নামাজ আদায় করতে পেরে বেজায় খুশি মুসল্লিরা।
এদিন হাইলাকান্দি জেলা সদরের প্রধান ঈদগাহ হাইলাকান্দি টাউন সিরাজপট্টি ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আট ঘটিকায় ঈদের নামাজের বিশাল জমায়েত অনুষ্ঠিত হয়।
প্রায় আট হাজারের অধিক মুসল্লিরা একসাথে ঈদের নামাজ আদায় করেছেন। ঈদের নামাজের ইমামতি করেন হাইলাকান্দি বড় (কাছারি) মসজিদের ইমাম হাফিজ তৈয়বুর রহমান লস্কর।
নামাজের পূর্বে বক্তব্য রাখেন হাইলাকান্দি সিনিয়র মাদ্রাসার প্রাক্তন সুপারেন্টেন্ডন্ট মওলানা মোস্তাফা আহমেদ বড়ভূইয়া।
তিনি পবিত্র রমজান মাসের তাৎপর্য ও ইসলামী শরীয়তের দৃষ্টিতে ঈদ পালনের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন হাইলাকান্দি বড় (কাছারি) মসজিদের সম্পাদক ইকরাম রছুল লস্কর, ঈদগাহ কমিটির সম্পাদক ইকরামুল হক মাঝারভূইয়া প্রমুখ।
নামাজ শেষে বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন হাফিজ তৈয়বুর রহমান লস্কর। তাঁর মোনাজাতে হাজার হাজার মুসল্লি অশ্রুজলে আমীন ধ্বনি দিতে শোনা যায় ঈদগাহ ময়দানে।
এদিন টাউন দক্ষিণ ঈদগাহ সংলগ্ন কাটলিছড়া বাসটেন্ড জামে মসজিদে সকাল সাড়ে আট ঘটিকায় ঈদের নামাজের জমাত অনুষ্ঠিত হয়।
নামাজ পরিচালনা করেন উত্তরপূর্বাঞ্চল আহলেসুন্নত ওয়াল জমাতের মূখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত হজরত মওলানা সারিমুল হক লস্কর।
তিনি নামাজের পূর্বে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সারা পৃথিবীতে ঈদুল ফিতর বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
সমাজ থেকে অশুভ শক্তি দূর হোক, শুভ শক্তির উদয় হোক, গড়ে উঠুক প্রেম প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন।
নামাজ শেষে তাঁর মোনাজাতে আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভের আশায় মুসল্লিদের মাঝে কান্নার রোল শোনা যায়।
এদিকে শহরের শিলচর রোডের গাছতলায় হাজী মোবারক আলী ঈদগাহ মাঠেও পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ পরিচালনা করেন মওলানা সাহাব উদ্দিন বড়ভূইয়া।
তাছাড়া জেলার বোয়ালিপার বাজার ঈদগাহ, মাটিজুরী ঈদগাহ, আলগাপুর ঈদগাহ, সৈদবন্দ ঈদগাহ, কাঞ্চনপুর ঈদগাহ, রৌয়ারপার ঈদগাহ, টান্টু আজিমুশ্বান ঈদগাহ, সামারিকোণা ঈদগাহ, নারাইনপুর ঈদগাহ, নাউড়িয়ারপার ঈদগাহ, পূর্বসোনাপুর আহমদীয়া ঈদগাহ, সহ জেলার বিভিন্ন স্থানে থাকা গ্ৰামাঞ্চলের ঈদগাহ গুলোতে এদিন পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এ সব জামাতে নানা শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ আদায় করেছেন।