রত্নদীপ চক্রবর্ত্তী, ধরমনগর, ২৭ এপ্রিল : বাংলা ভাষাকে আরো এগিয়ে নিয়ে যেতে, বাংলা শিল্প সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করতে মাসব্যাপি বৈশাখী উৎসবের আয়োজন করা হয়।
উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য্য স্মৃতি ভবনে আজ জাঁকজমক ভাবে বাংলা সংস্কৃতি বলয়, ধর্মনগর সংসদ আয়োজিত “এসো হে বৈশাখ ” উৎসবের শুভারম্ভ হয়েছে।
এতে রয়েছে নৃত্য প্রতিযোগিতা, সংগীত প্রতিযোগিতা, তবলা লহরা প্রতিযোগিতা ,আবৃত্তি প্রতিযোগিতা সহ বসে আকো প্রতিযোগিতা।
এছাড়াও বাংলা সংস্কৃতি বলয়ের আগামীদিনে রয়েছে একাধিক কর্মসূচি।
আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি বলয়ের ধর্মনগর সংসদের সম্পাদক স্বরূপ ঘোষ, সভাপতি বাপ্পা চক্রবর্ত্তী, এছাড়াও উপস্থিত ছিলেন সংসদের সদস্য অনির্বান চক্রবর্ত্তী, পূর্ণশ্রী ঘোষ, অভিজিৎ কর্মকার সহ অন্যান্যরা।