প্রতিবাদে স্কুলে ভাংচুর সহ সড়ক অবরোধ উত্তেজিত জনতার
আব্দুর রহমান, গণআওয়াজ পাথারকান্দি : সপ্তম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে স্কুলের বিষয় শিক্ষকের অশ্লীল ইঙ্গিত এবং শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল চাঁন্দখিরা ঈশ্বরচন্দ্র বিদ্যানিকেতন।
ক্ষুব্ধ জনতা শুক্রবার স্কুলে গিয়ে ওই অভিযুক্ত শিক্ষককে না পেয়ে রাগে অগ্নিশর্মা হয়ে স্কুলে অগ্নি সংযোগ সহ ব্যাপক ভাংচুর করেছেন বলে জানাগেছে।
পরে তারা প্রতীবাদে সড়ক অবরোধে নামলে খবর পেয়ে ছুটে আসে পাথারকান্দি পুলিশ। তারা পুলিশের এই ঘটনার সঠিক তদন্ত সহ শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবি জানান।
এব্যাপারে লাঞ্ছিতা নাবালিকার পিতা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি মামলাও দায়ের করেছেন।
এদিকে স্থানীয় জনগণ বিষয়টি নিয়ে করিমগঞ্জের জেলা আয়ুক্ত এবং পুলিশ সুপারকে পৃথক পৃথকভাবে স্মারকপত্র দিয়েছেন বলে জানাগেছে।
চাঁন্দখিরা ঈশ্বরচন্দ্র বিদ্যানিকেতন স্কুলের অভিযুক্ত এই বিষয় শিক্ষক জহির উদ্দিন কলকলি বস্তির বাসিন্দা।
গত সোমবার স্কুল ছুটির পর ওই নাবালিকা ছাত্রীকে অফিসের একটি কক্ষে ডেকে নিয়ে অশ্লীল ইঙ্গিত এবং শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ।
ছাত্রীটি কোনমতে নিজেকে রক্ষা করে বাড়িতে গিয়ে তার মা ও বাবাকে সবকিছু জানায়। এনিয়েই আজ এই লঙ্কাকাণ্ড ঘটে। একজন স্কুল শিক্ষকের এহেন গর্হিত কাজে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।
এবার দেখা যাক এই ন্যাক্কারজনক কাণ্ডে জড়িত পলাতক শিক্ষকের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে পুলিশ প্রশাসন।