গণ আওয়াজ, শালচাপড়া, ৩০ এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত-এর একশ তম পর্ব পূর্তি উপলক্ষে আজ শালচাপড়া জিপির ৬- ও ৬১ নং বোথের শতাদিক জনগণ মন কি বাত অনুষ্ঠান পালন করেন।
স্থানীয় জনগণ বেশ কয়েকটি সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টির আহ্বান জানান।
তাদের প্রথম সমস্যাটি হল কাঁটাখাল নদী ভাঙ্গন প্রতিরোধ এবং দ্বিতীয় সমস্যা হল প্রধানমন্ত্রী আবাস যোজনার জিওটেক থেকে বঞ্চিতদের নতুন করে জিওটেক করা।
এছাড়াও এর আগে তারা আসামের ওয়াটার রিসোর্স বিভাগের মন্ত্রী পীযুষ হাজারিকার হাতে কাঁটাখাল নদীর ভাঙ্গন প্রতিরোধে স্মারক পত্র দিয়েছেন।
বিভাগীয় মন্ত্রী পিযুষ হাজারিকা আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোন কাজ না হওয়ায় তারা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন।
এদিন উপস্থিত ছিলেন সমাজসেবী শংকর শীল, বিধু ভূষণ নাথ, বুথ প্রেসিডেন্ট দীপক দাস, অনুপ কুমার দাস, সুদীপ নাথ, সালমা বেগম লস্কর, লোকমান আলী লস্কর, বিবেক নাথ, পুলক নাথ, সালেহা বেগম লস্কর সহ শতাধিক জনগণ।