বর্ষার আগে সব বাঁধের কাজ সারাই করতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ : মন্ত্রীর

Spread the love

শিলচর, ৫ মে : রাজ্যের জলসম্পদ, তথ্য ও জনসংযোগ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা বৃহস্পতিবার  কাছাড় জেলার বেশ কয়েকটি নদী বাঁধ পরিদর্শন করেছেন।

হাজারিকা এদিন বরাক নদীর বদ্রিঘাট এলাকায় বাঁধের মেরামত কাজ পরিদর্শনের পর বেতুকান্দি এলাকাও পরিদর্শন করেন। সেখানে ইতিমধ্যে এলাকায় একটি স্লুইস গেট এবং প্রায় সাত শত মিটার বাঁধ পুনর্নির্মাণ করা হচ্ছে।

মন্ত্রী জেলা প্রশাসককে এলাকায় বাঁধ নির্মাণে যে ভূমি অধিগ্রহণ সমস্যা দেখা দিয়েছে তা দ্রুত সমাধানে কাজ করার নির্দেশ দেন। শহরের অন্নপূর্ণাঘাটের ভাঙন রোধের কাজ পরিদর্শন করেন হাজারিকা।

  পরে মন্ত্রী হাজারিকা শিলচর থেকে বড়খলা সমষ্টির মানিকপুরের বরাক নদীর বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।

  উল্লেখ্য, মানিকপুরে বাঁধ পুনর্নির্মাণের একটি প্রকল্প ইতিমধ্যেই চলমান থাকলেও জমি অধিগ্রহণে কিছু সমস্যা কাজের অগ্রগতি ব্যাহত করেছে।

পরিদর্শনকালে মন্ত্রী জেলা প্রশাসককে জমি সমস্যা সমাধানে সক্রিয় ভুমিকা নিয়ে আসন্ন বর্ষা মৌসুমে এলাকাকে বন্যা থেকে মুক্ত করতে জলসম্পদ বিভাগকে জরুরি নির্দেশনা দেন।

 জলসম্পদ মন্ত্রী হাজারিকা পরে জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের মহাদেবপুর এবং বলেশ্বর নদীর স্লুইস গেট পরিদর্শন করেন।

 উল্লেখ্য যে হাজারিকা গত বছর এই এলাকা পরিদর্শন করে যে ছয়টি স্লুইস গেট চালু নেই সেগুলো বিভাগীয় বাস্তুকারদের মেরামতের নির্দেশ দেন।

তিনি নির্বাহী বাস্তুকারকে আগামী চার মাসে প্রতি সপ্তাহে একবার ব্যক্তিগতভাবে এসব স্লুইস গেট পরিদর্শন করে বর্ষাকালে সচল রাখতে সাপ্তাহিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।  পরিদর্শনের সময় হাজারিকার পিছে পিছে ছিলেন সাংসদ ডঃ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা প্রশাসক রোহন কুমার ঝা, জলসম্পদ বিভাগের আধিকারিক ও প্রকৌশলীরা।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token