হাইলাকান্দি প্রতিনিধি : অসমের সংখ্যালঘুদের ত্রাণকর্তা হলেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া।
করিম ওরফে সাজু হিন্দু ধর্মের হলে অসমের মূখ্যমন্ত্রী হতেন।
তাই তার হাত মজবুত করতে এআইইউডিএফকে ভোট দিতে আহ্বান জানালেন যুব ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জানুন হোসেন লস্কর।
মঙ্গলবার হাইলাকান্দিতে সাংবাদিক বৈঠকে এভাবেই মন্তব্য করেন এআইইউডিএফ যুব ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জানুন।
তিনি বলেন, করিম উদ্দিন বড়ভূইয়া আরও আগে থেকে সক্রিয় রাজনীতিতে আসার প্রয়োজন ছিল।
কেননা বর্তমানে অসমের সংখ্যালঘু সম্প্রদায়ের একমাত্র ধারক ও বাহক হিসেবে কাজ করে যাচ্ছেন বিধায়ক করিম।
অসম সরকারের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি।
প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের সঙ্গে থেকে রাজনীতি করে এসেছেন করিম।
এআইইউডিএফ নেতা জানুন বলেন, বর্তমানে বরাক উপত্যকা তথা গোটা অসমের একজন সফল রাজনীতিবিদ করিম উদ্দিন বড়ভূইয়া।
অসমের মূখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে গোটা রাজ্যে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন তিনি।
কিছুদিন পূর্বে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্ধও একথা স্বীকার করেছেন।
তাই আসন্ন লোকসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট ভাগাভাগি না করে উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে এআইইউডিএফ প্রার্থীকে দেওয়ার আহ্বান জানান তিনি।
জানুন আরও বলেন, বরাক উপত্যকায় কংগ্রেসের কোন অস্থিত্ব নেই, ওরা বিজেপির বি টিম হয়ে কাজ করছে।
এখানে এআইইউডিএফের ভীত মজবুত রয়েছে, বরাকের এআইইউডিএফ দলের বিধায়করা সবসময়ই জনগণের পাশে রয়েছেন।
জনগণ তাদেরকে সুখে দুঃখে সর্বদাই পাশে পাচ্ছেন, রাতদিন একাকার করে দলের কাজ চালিয়ে যাচ্ছেন।
এমনকি সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া দলীয় কাজ সেরে রমজানের সেহরী খেয়ে বাড়ি ফিরেছেন।
করিমগঞ্জ আসনে কংগ্রেস কোন ফেক্টর নয়, মূল লড়াই হবে বিজেপির সঙ্গে। আড়াই লক্ষ ভোটের ব্যবধানে এআইইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী ওরফে পারুল জয়ী হবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এআইইউডিএফের যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক জানুন।