জুলি দাস
করিমগঞ্জ, ৬ মে : করিমগঞ্জের শহরতলি এলাকা থেকে ফের হেরোইন বাজেয়াপ্ত করল পুলিশ। শুক্রবার সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করেছে ৫৬৭ গ্রাম হেরোইন।
গ্রেফতার করা হয়েছে দুই মাদক কারবারিকেও।
জানা গেছে, পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে চলা এক অভিযানে গ্রেফতার করা হয়েছে চালক সহ এক মাদক ব্যবসায়ীকে।
শুক্রবার সকালে শহরতলি পোয়ামারা এলাকা থেকে এএস-১০এফ-৪৫৩১ নম্বরের মারুতি কার আটক করে এতে তল্লাশি করলে উদ্ধার হয় ৪৮ টি সাবানের বাক্স।
যেখানে মজুত ছিল প্রায় ৫.৬৭ গ্রাম হেরোইন। তল্লাশির সময় গাড়ির গোপন চেম্বার থেকে সাবানের বাক্সগুলি বেরিয়ে আসে।
পুলিশ সুপার পার্থপ্রতিম দাস উপস্থিত সাংবাদিকদের জানান, মাদক কান্ডে প্রথম গাড়ি চালক কালীগঞ্জ ফতেপুর গ্রামের আব্দুল খায়ের মোহম্মদ সিদ্দিকীকে আটক করা হয়।
তার জবানবন্দির ভিত্তিতে পুলিশ কানিশাইল এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে আব্দুল্লাহ চৌধুরীকে।
এসপি জানান, মুখ্যমন্ত্রী নির্দেশে ড্রাগসের ঘাঁটি উৎখাত করা হবে করিমগঞ্জ থেকে।
চোরাচালানকারীরা যাতে তাদের ঘৃণ্য পরিকল্পনা চালাতে না পারে সে জন্য চোরাচালানের সম্ভাব্য সমস্ত পথ কঠোর নজরদারিতে রাখা হয়েছে।
করিমগঞ্জ থেকে সমুলে অবৈধ ড্রাগস ব্যবসা উৎখাত করা হবে বলে জানান পুলিশ সুপার। অন্যদিকে, কানিশাইলের আব্দুল্লাহ চৌধুরীকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ চালালে মুখোশধারী আরো অনেকের নাম প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।