তাপস নাথ, গণআওয়াজ : কাটিগড়া শিক্ষাখণ্ডের বিইইওকে বদলির দাবিতে সরব হলেন চন্দ্রনাথপুর এম ই স্কুলের পরিচালন সমিতি ও অভিভাবকরা।
সোমবার বিইইও রাজেশ চক্রবর্তীর দাবীতে স্কুল পরিচালন সমিতির সভানেত্রী শান্তা দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের কাছে স্মারকপত্রও দিয়েছেন।
তারা বিইইও রাজেশ চক্রবর্তীর বদলির দাবি সহ ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
স্মারক পত্রে বলা হয়, প্রতিহিংসা চরিতার্থ করতে চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক মৌসম দত্তের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন কাটিগড়া শিক্ষাখণ্ডের বিইইও রাজেশ চক্রবর্তী।
এলাকায় প্রকাশ্যে মদ-জুয়ার রমরমা রুখতে সক্রিয় হওয়ায় বিদ্যালয় চত্বরে প্রবেশ করে প্রধান শিক্ষককে প্রহার করে দুষ্কৃতিদের দল।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রধান শিক্ষকের ওপর দুষ্কৃতী হামলার বিচার চেয়ে বিইইওকে পত্র দেন চন্দ্রনাথপুর ক্লাস্টারের শিক্ষক-শিক্ষিকারা।
অথচ এই দুষ্কৃতীদের পক্ষ নিয়েই সরব বিইইও।
তাদের দায়ের করা পাল্টা মিথ্যা মামলাকে মদত করতে তদন্ত কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেন তিনি।
শুধু তাই নয়, তদন্তকারী দলটি দুস্কৃতিকারীদের সঙ্গী করে বিদ্যালয়ে প্রবেশ করে ভীত-সন্ত্রস্ত ছাত্রছাত্রীদের প্রি-স্ক্রীপ্টেড লিখিত বয়ানে স্বাক্ষর গ্রহন করে।
এছাড়া আশ্চর্যের বিষয় হল, তদন্তকারী দলটির রিপোর্টের ওপর ভিত্তি করে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পৌঁছনোর আগেই তা পত্রিকায় প্রকাশ করা হয়।
বিইইও-র এধরনের পদক্ষেপকে তারা নীতিবিরুদ্ধ এবং প্রধান শিক্ষকের মানহানির সুপরিকল্পিত চক্রান্ত বলে উল্লেখ করেন। এদিন প্রতিনিধি দলে ছিলেন প্রদীপ সিং, সুমেরিয়ান দিখার প্রমুখ।