লক্ষীপুরে প্রথমবারের মতো বেনিসন ইংলিশ স্কুলে আয়োজিত হল ইউথ পার্লামেন্ট সামার সেশন

Spread the love

দীপিকা মল্লিকের, লক্ষীপুর : লক্ষীপুরে প্রথম বারের মতো বেনিসন ইংলিশ হাইয়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত হল ইউথ পার্লামেন্ট সামার সেশন।

অর্থাৎ ছাত্র ছাত্রীদের ভোটাধিকার সম্পর্কে একটি চূড়ান্ত অভিজ্ঞতা বিকাশের তাৎপর্য্য। লোকসভা ও বিধানসভা কাহাকে বলে এবং তাহার প্রয়োজন কি?

উল্লেখ্য যে এই স্কুলের অনেক ছাত্র ছাত্রীরা বয়স সময় সীমায় পৌঁছায়, তাই ভোটাধিকার সম্পর্কে নিজেকে গড়ে তুলতে এই সুপানে মহতি অনুষ্টান।

উপস্থিত ছিলেন স্কুল কতৃপক্ষ, শিক্ষক শিক্ষার্থী সহ ছাত্র ছাত্রীরা।

অনুষ্টানের সূচনার পূর্বেই প্রথমে স্বরস্বতি বন্দনা ও প্রদীপ প্রজ্জ্বলন করাহয়, পাশাপাশি অতিথিদেরও বরণ করা হয়।

তারপর শুরু হয় আলোচনা সভা, বক্তব্য রাখেন নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী, আর্ল উচ্চতর বিদ্যালয়ের অধ্যক্ষ সমর্জিৎ চক্রবর্তী, স্কুলের ফাউন্ডার মৃনাল কান্তি দাস, রাজেশ দেব এবং অধক্ষ্য কামনাশীষ দাস প্রমুখ।

এদিন বেনিশন ইংলিশ হাইয়ার সেকেন্ডারি স্কুল থেকে পরালেখা করে যে সব ছাত্র সুনামের সঙ্গে নিজেকে স্বাবলম্বী করার লক্ষে এগিয়ে চলেছে এমন তিনজন ছাত্র সুব্রজিৎ দে, বিপ্লব দাস, সন্দীপ রায়কে মোমেন্ট ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়।

এই সুন্দর একটি অনুষ্টান আয়োজন করার জন্য লক্ষীপুর বেনিশন ইংলিশ হাই স্কুলের অধক্ষ্য কামনাশীষ দাসকে ধন্যবাদ জানান অভিভাবক মহল। ছাত্ররাও স্কুলের গর্ব শিকার করেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token