শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর, ১৩ মে : রামকৃষ্ণ নগর ব্লক ভেটেনারী ডিসপেনসারির টিকাকরণ চিকিৎসা সেবা তথা সচেতনা শিবির অনুষ্টিত হয়েছে শনিবার।
এদিন রামকৃষ্ণ নগর এলাকার ধলিবিল এলাকায় শিবিরের আয়োজন করে সর্বমোট ১৫৬ টি পশুর চিকিৎসা তথা টিকাকরণ করা হয়।
বর্তমান সময়ে অনেক পশু বিভিন্ন রোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে লামটিস্কিন নামের একটি রোগ।
এই রোগই বেশিরভাগ গবাদি পশুর শরীরে লক্ষ্য করা যায়। সে জন্যই শনিবার এই টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়েছে।
পাশাপশি এই রোগের প্রতিরোধ সম্বন্ধে সবাইকে অবগত করা হয়েছে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এই রোগের লক্ষণ হচ্ছে শরীরে ফুটফুট করে ফুলে উঠা, পায়ের পাতায় পচা এরকম অনেক কিছু।
এই রোগ থেকে পশুদের মুক্ত রাখতে সবাই নিজের পালিত পশুদের থাকার ঘর ভালোভাবে পরিস্কার পরিচ্ছন্ন ভাবে রাখতে বলা হয়েছে।
প্রতিদিন সকাল বিকেল দুবেলা ঘরে ধুয়ো দিয়ে মশা মাছি তাড়াতে হবে। কারণ এসব রোগ এক পশু থেকে আরেক পশুর শরীরে ছড়িয়ে পড়ে।
আর এটা বেশিরভাগ মশা মাছির ধারাই ছড়িয়ে পড়ে। সেজন্যই পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই আবশ্যক।
এদিন শিবিরে উপস্থিত ছিলেন ভেটেনারি অফিসার ডাঃ রহমান মজুমদার, জন্মজিত নাথ, ইসলাম উদ্দিন, অভিজিৎ পাল, ববি সিং দর্জী, অমৃত লাল সুনার এবং আজার হুসেন।