ধলাই প্রতিনিধি, ১৪ মে : দেশের সেনাবাহিনীতে বৃক্ষ রোপন কর্মসূচী অন্তর্ভূক্ত করা হয়েছে। পৃথিবীর প্রানীকূলকে টিকিয়ে রাখার জন্য দেশের প্রতিটি বিভাগে বৃক্ষ রোপনের বিষয়টি অন্তর্ভূক্ত করার প্রয়োজন।
একই সঙ্গে সমাজের প্রতিটি স্তরের মানুষকেও বৃক্ষ রোপনে এগিয়ে আসতে হবে। দেশের বিভিন্ন রাজ্য সহ ফ্রান্স, সুইজারলেন্ড, মেক্সিকো, তাইওয়ান, বাংলাদেশ সহ অন্যান্য দেশ পরিদর্শনে গিয়ে এই বার্তা দিয়ে এসেছি।
কাছাড় বনবিভাগের আমন্ত্রনে শনিবার ধলাইর বিভিন্ন নার্সারি ও প্লানটেশন পরিদর্শনে এসে কথা গুলো বলেন অরন্যমানব যাদব পায়েং।
যোরহাটের এক নম্বর মিসিং গ্রামের বাসিন্দা পদ্মশ্রী পুরষ্কারে ভূষিত বিশিষ্ট পরিবেশবিদ এদিন বলেন ভারত-চীন সীমান্তে দন্ডায়ামান উভয় দেশের সেনাবাহিনীকেও বলে এসেছি পরিবেশ রক্ষা করতে। না পারলে পৃথিবীর কোন দেশ থাকবে না।
উল্লেখ্য ৬৪ বৎসর বয়ষ্কা পায়েং ১৯৭৯ সাল থেকে এখন পর্যন্ত নিজস্ব উদ্যোগে ব্রহ্মপুত্র নদী তীরের ৫৫০ হেক্টার জমিতে বৃক্ষ রোপন করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন।
এদিন নার্সারির বিভিন্ন প্রজাতির চারা নিয়ে সাউর্দান আসাম সার্কেলের সিসিএফ পি শিবকুমার, এসিএফ মজিবুর রহমান চৌধুরী সহ অন্যান্য বন আধিকারিক দের সঙ্গে মত বিনিময় করেন যাদব পায়েং।