গুয়াহাটি, ২৯ অক্টোবর : লক্ষ লক্ষ টাকা বেতন পেয়েও লোভ যায় না! উপরি হিসেবে ঘুসও চাই। গোটা রাজ্যেই উপর থেকে নীচে এরকম দুর্নীতিবাজ সরকারি কর্মী আধিকারিকদের অভাব নেই।
এদের বিরুদ্ধেই অভিযানে নেমে একের পর এক ঘুসখোর আপাদমস্তক দুর্নীতিবাজ সরকারি কর্মী আধিকারিকদের জালে পুরছে ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন সেল।
গতকাল রাতে এরকমই এক অভিযানে এসিএস স্তরের এক আমলাকে ৯০ হাজার টাকা ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা হয়।
এক বেসরকারি সিকিউরিটি সংস্থাকে অনুমতি দেওয়ার নামে ওই টাকা দাবি করেছিলেন কে কে গুপ্তা নামের এই আমলা।
আজ তাঁর আবাসনে তল্লাশি চালিয়ে হিসেব বহির্ভূত প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধার করেন দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা। কে কে গুপ্তা রাজ্য সরকারের যুগ্ম সচিব পদে কর্মরত। তারই সুযোগ নিয়ে এভাবে ঘুস আদায় করে করে সম্পদের পাহাড় গড়েছেন।