রত্নদীপ চক্রবর্ত্তী, ধর্মনগর : রবি ঠাকুরের জন্ম পক্ষ উপলক্ষে আজ ত্রিপুরা আর্ট সোসাইটির কদমতলা আর্ট স্কুলের উদ্যোগে কদমতলা টাউন হলে ১ বিশাল চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর ও ত্রিপুরা জেলা পরিষদের সভাধপতি ভবতোষ দাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মলিনা দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ বিধায়ক ভট্টাচার্য, উত্তর ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অরুণাভ চক্রবর্তী, কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের দিলীপ তাঁতি, কদমতলা আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা তথা আর শিক্ষিকা শ্রাবণী নাথ সহ অন্যান্যরা।
উক্ত অনুষ্ঠানে কদমতলা আর্ট স্কুলের প্রতিষ্ঠার সময় যে সকল অভিভাবকরা একান্তভাবে সহযোগিতা করেন তাদের প্রত্যেককে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।
কদমতলা এলাকার বিভিন্ন আর্ট স্কুলের আর্ট শিক্ষক এবং উপ শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।
কদমতলা স্কুলের প্রথম ছাত্র ডাঃ বিধায়ক ভট্টাচার্য্য জানান যে ২০০৩ সালে শ্রাবণী নাথ এর হাত ধরে প্রথম শুরু হয় কতদমলা আর্ট স্কুলের পথ চলা।
তারপর ত্রিপুরা আওয়ার সোসাইটির অনুমোদনে সমগ্র ত্রিপুরায় বহু আর স্কুল শুরু করা হয়, যা বর্তমান সময়ে সফলতার শিখরে।
ত্রিপুরা আর্ট সোসাইটির পক্ষ থেকে কদমতলা আর্ট স্কুলের বার্ষিক কর্মসূচি গুলো বিস্তারিতভাবে আলোচনা করেন আর্ট শিক্ষিকা শ্রাবণী নাথ।