শ্যামলআচার্য, রামকৃষ্ণনগর : রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের প্রচেষ্টায় সোমবার থেকে গোটা রাতাবাড়ি বাসীর সুবিধার্তে শুরু হয়েছে পিএম কিষানের বিশেষ শিবির।
সোমবার থেকে লাগাতার ছয়দিন রাতাবাড়ি সমষ্টির বিভিন্ন জায়গায় অনুষ্টিত হবে শিবিরের। তারমধ্যে সোমবার গামারিয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়, মঙ্গলবার রামকৃষ্ণনগর উন্নয়ন খণ্ড কার্যালয়, বুধবার আনিপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়, বৃহস্পতিবার দুল্লভছড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয় এবং শুক্রবার লালছড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে।
ছয়দিনের শিবিরে এই ছয়টি জায়গায় গোটা রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের পিএম কিষান হিতাধিকারিরদের ই কেওয়াইসি এবং পি এম কিষানের অন্যান্য সমস্যা যাচাই করা হবে।
পর্যায় ক্রমে রাতাবাড়ির প্রতিটিতে জিপিতে বিশেষ ওই শিবির অনুষ্ঠিত হবে। রাতাবাড়ির জনগনের গণদাবীর পরিপেক্ষিতে বিধায়ক বিজয় মালাকারের প্রচেষ্টায় এই বিশেষ শিবির শুরু হয়েছে।
মুলত পিএম কৃষানের দুই তিন কিস্তির টাকা পেয়ে যাদের বন্ধ হয়ে যায় তাদের ফের চালু করতেই এই মহৎ উদ্যোগ হাতে নিয়েছেন বিধায়ক বিজয়।
প্রথম দিনের শিবিরেই ব্যাপক সাড়া মিলেছে গামারিয়া গ্রাম পঞ্চায়েতে।
এদিন ভৈরব নগর জিপি, আনন্দপুর জিপি, গান্ধীনগর জিপি এবং গামারিয়া জিপিকে নিয়ে অনুষ্টিত হয় প্রথম দিনের শিবির।
এতে উপস্থিত ছিলেন বিধায়ক বিজয়ের কৃষি বিভাগের প্রতিনিধি শান্তনু দাস, গামারিয়া গ্রাম পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি প্রসেনজিৎ দাস, রামকৃষ্ণ নগর কৃষি বিভাগের আধিকারিকরা, গামারিয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের কার্যকর্তা সহ বিজেপির দলীয় কার্যকর্তারা।